চাকরি

মালদহ জেলা কৃষি দফতরে ফিল্ড ওয়ার্কার নিয়োগ

Job news

The Truth of Bengal,Mou Basu: পুজোর মধ্যেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গের মালদহ জেলায় জেলা কৃষি দফতর ফিল্ড ওয়ার্কার পদে নিয়োগ করবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক, রাজ্যের ২৩টি জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ ১টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে –
মালদহের মোকদুমপুর গৌড় রোডে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে ফিল্ড ওয়ার্কার পদে নিয়োগ করা হবে।

১৬ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১০ নভেম্বর বিকেল ৪টে পর্যন্ত আবেদন নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত লেবার কমিশনারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মাফিক বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক। তবে কৃষিবিজ্ঞান (অনার্স) ও রসায়ন (অনার্স)-এ স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর।

আবেদন পদ্ধতি: নির্দিষ্ট নিয়মমাফিক আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে। তথ্য পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র ইত্যাদি নথিপত্র সরাসরি এই ঠিকানায় গিয়ে জমা দিতে হবে–‘ Office of the Agricultural Chemist, Soil Testing Laboratory, Gour Road, Mokdumpur, Near Krishi Bhawan, Malda)।

১০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। শুধু শনি ও রবিবার ও সরকারি ছুটির দিন ছাড়া যে কোনো দিন এসে সরাসরি হাতে হাতে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করা মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে স্নাতক স্তরের পর্যন্ত সব পরীক্ষার মার্কশিট ও শংসাপত্রের প্রতিলিপি জমা দিতে হবে। যাচাইয়ের জন্য আসল নথিপত্র সঙ্গে রাখতে হবে। জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র লাগবে।

Free Access

Related Articles