চাকরি

রাজ্য পুলিশের ডিজির দফতরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ

Recruitment for the post of Data Entry Operator

The Truth of Bengal,Mou basu: রাজ্য পুলিশের অধিকর্তা (ডিরেক্টর জেনারেল)-এর দফতরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ৫টি। চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আগামী ৩১ আগস্টের মধ্যে অফলাইনে আবেদন করতে পারবেন। ১০ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ওইদিন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।বিজ্ঞপ্তির নোটিশের সঙ্গে একটও আবেদনপত্র দেওয়া হয়েছে। সেটা A4 পেপারে প্রিন্ট আউট বের করে নিতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র খামে ভরে পাঠাতে হবে এই ঠিকানায়–‘West Bengal Police Telecommunication HQ, 3 Manik Bandopadhyay Sarani, Tollygunge, Kolkata-700040”। অর্ডিনারি পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট আবেদন করা যাবে। সরাসরি আবেদনপত্র গিয়ে জমাও দেওয়া যাবে। এছাড়া ইমেইল মারফতও আবেদন পাঠানো যাবে। ইমেইল আইডি হল–[email protected]। ইমেইল মারফত আবেদনপত্র জমা দিতে হলে সমস্ত নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে পাঠাতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে।

আবেদনপত্রের সঙ্গে কী কী নথিপত্র লাগবে-

২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। যে সব চাকরিপ্রার্থীরা ইমেইল মারফত আবেদনপত্র জমা দেবেন তাঁদের লিখিত পরীক্ষার দিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে সরাসরি।

বয়সের প্রমাণপত্রের প্রতিলিপি (সেলফ অ্যাটেস্টেড করা)।

আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের প্রতিলিপি (সেলফ অ্যাটেস্টেড করা)

শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের সেলফ অ্যাটেস্টেড করা প্রতিলিপি।

সেলফ অ্যাটেস্টেড করা কম্পিউটার অ্যাপ্লিকেশনের শংসাপত্র।

কাজের অভিজ্ঞতা থাকলে সে সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র।

যোগ্যতা: স্নাতক। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা লাগবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আর ইন্টারনেটের বেসিক অ্যাপ্লিকেশন জানা থাকতে হবে।সরকারি /রাষ্ট্রায়ত্ত বা অন্য যে কোনো বেসরকারি অফিসে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ২০২৩ সালের ১ অক্টোবরের নিরিখে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে।

বেতন: মাসে ১৬ হাজার টাকা।

নিয়োগ প্রক্রিয়া: আবেদনপত্র যাচাইয়ের পর কম্পিউটার টাইপ টেস্টের জন্য বাছাই চাকরিপ্রার্থীদের ডাকা হবে। সফল চাকরিপ্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কম্পিউটার টাইপ টেস্ট, ইন্টারভিউয়ের তালিকা আর বাছাই করা চাকরিপ্রার্থীদের নামের তালিকা জানিয়ে দেওয়া হবে  রাজ্য পুলিশের ওয়েবসাইট (wbpolice.gov.in) মারফত। কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

জরুরি তথ্য: ১ বছরের চুক্তিভিত্তিক চাকরি। কাজের দক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে বেতন পাঠানো হবে।ইন্টারভিউ বা পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীদের কোনো ভাতা দেওয়া হবে না।বাছাই চাকরিপ্রার্থীদের রাজ্য পুলিশের ডিজির টেলিকমিউনিকেশন হেড কোয়ার্টারের অধীনস্থ যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে।চাকরি হওয়ার পর চাকরিপ্রার্থীদের থাকাখাওয়ার বন্দোবস্ত রাজ্য পুলিশের ডিজির দফতর থেকে করা হবে না।আবেদনপত্রে কোনো রকম কাটাকুটি, ভুল থাকলে তা বাতিল করা হবে।

Related Articles