চাকরি

যাদবপুর বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ

Jadavpur University Junior Research Fellow Recruitmen

The Truth of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক অস্থায়ী চাকরি। শূন্যপদ একটি। আগ্রহী চাকরিপ্রার্থীদের ইমেইল মারফত অনলাইনে আবেদন করতে হবে। ৯ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন /ইলেকট্রিক্যাল/ইনস্ট্রুমেন্টেশন বা সমতুল্য বিভাগে প্রথম শ্রেণির স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। CGPA qualified GATE/NET পরীক্ষায় পাশ করতে হবে।

প্রথম ও দ্বিতীয় বছরে জুনিয়র রিসার্চ ফেলো পদে মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। তৃতীয় বছরে মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা করে।

বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ও হিউম্যান বায়ো-সিগন্যাল অ্যাকুয়েশিসন নিয়ে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে একটি গবেষণাপত্র প্রকাশ হতে হবে।

বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ মারফত নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের সময় আসল আবেদনপত্র আর আসল ও সেলফ অ্যাটেসটেড করা সমস্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে।

কীভাবে আবেদন করতে হবে?

[email protected]” ইমেইল আইডি মারফত অনলাইনে আবেদন করতে হবে। কোন ফরম্যাটে আবেদন করতে হবে তা ডাউনলোড করা যাবে এই লিঙ্ক মারফত——–“http://jaduniv.edu.in/upload files/research data/1392050161-1.pdf”। ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে এই লিঙ্ক মারফত “https://www.onlinesbi.sbi/sbicollect/icollecthome.htm”। আবেদনপত্রের সঙ্গে লেনদেনের রেফারেন্স ডিটেইলস দিতে হবে।

Related Articles