চাকরি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ডিসেম্বরেই ইন্টারভিউ দিয়ে পেয়ে যাবেন চাকরি

Govt Job Inteview

The Truth of Bengal, Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)। প্রোজেক্ট লিঙ্কড পার্সন পদে নিয়োগ করা হবে আইএসআইতে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স ইউনিটের (এসএন ভবনের) ৯ তলায় সেমিনার রুমে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিসিপ্লিনে বিই/বিটেক ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্সে বা অ্যাপ্লায়েড গণিতে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। Unix/Linux environment এ C programming ও Python programming সম্পর্কে সম্যকজ্ঞান থাকা জরুরি। cryptology ও সিক্যুরিটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। Labview ও অন্য ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা।

বয়সসীমা: ২০২৩ সালের ১ নভেম্বরের নিরিখে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তপশিলি জাতি, উপজাতি, ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে সরকারি নিয়মে ছাড় মিলবে।

ইন্টারভিউয়ের দিন আইএসআইয়ের ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিকসের প্রফেসর ইন চার্জকে উদ্দেশ্য করে ইংরেজিতে লেখা কভার লেটার সঙ্গে রাখতে হবে। এছাড়াও সিভিতে সই থাকবে। পুরো নাম (বড়ো বড়ো অক্ষরে), ঠিকানা, ইমেইল আইডি, টেলিফোন/মোবাইল নম্বর, বাবা/স্বামীর নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ মার্কশিট ও শংসাপত্র, কাজের অভিজ্ঞতা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র, আধার/ভোটার কার্ড/প্যান কার্ড, জাতিগত শংসাপত্রের আসল কপি ও সেলফ অ্যাটেসটেড প্রতিলিপি আনতে হবে। ইন্টারভিউ মারফত বাছাই করা যোগ্য চাকরিপ্রার্থীদের ইমেইল মারফত জানানো হবে।

Free Access

Related Articles