IPL 2024

নিজের দলের সমালোচনা করলেন খোদ অধিনায়ক

The captain himself criticized his team

The Truth Of Bengal : মুম্বাইয়ের বিপক্ষে পঞ্চম ম্যাচে হারতে হয়েছে আরসিবি কে। তারপর নিজের দলের সমালোচনায় মুখর আরসিবির ফ্যাফ ডুপ্লেসিস । বোলিং বিভাগের দুর্বলতা রয়েছে বলেই তিনি উল্লেখ করেছেন সে কারণে ব্যাটিং বিভাগকে আরো স্ট্রং হতে হবে এবং রান বেশি করতে হবে বলে খোদ অধিনায়ক মন্তব্য করেছেন।

আইপিএল ক্রেজে মজে গোটা দেশ। আলোচনা চলছে প্রত্যেকটা দলকে নিয়ে। খেলোয়াড়দের পারফরমেন্স্ও বিচার করছেন সমর্থকেরা এর মাঝে এবার নিজের দলের বোলিং বিভাগ নিয়ে সমালোচনা করলেন খোদ অধিনায়ক নিজেই । এই টুর্নামেন্টের মাঝে এভাবে এখনো পর্যন্ত কোনো অধিনায়ককে দেখা যায়নি নিজের দলের সমালোচনা করতে। যা করলেন ডুপ্লেসিস। পঞ্চম ম্যাচ হারতে হয়েছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে। তারপরেই খেলোয়াড়দেরকে কাঠগড়ায় তুললেন দলের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। তিনি বোলিং বিভাগের ব্যর্থতা কে এর নেপথ্যে দায়ী করেছেন। তিনি বলেছেন আমাদের বোলিং বিভাগের দুর্বলতা রয়েছে। ফলত ব্যাটিং বিভাগকে আরো দায়িত্ব নিতে হবে , আরো বেশি রান করতে হবে। রানের পাহাড় গড়তে হবে, নচেত সম্ভব নয় জয় লাভ করা।  বৃহস্পতিবার আরসিবি নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের  বিপক্ষে । এই ম্যাচে হারতে হয়েছে দলকে। স্বাভাবিক ভাবেই  এই হার মানতে পারছেন না অধিনায়ক ডুপ্লেসিস।

তিনি বলছেন ২১৫ থেকে ২২০র মধ্যে রান দরকার ছিল দলের । ১৯০ রান যথেষ্ট নয়, জয় লাভ করার জন্য। এদিন বিরাট কোহলি ভালো রান করে নজির গড়তে পারেননি। তবে কোনো কোনো খেলোয়াড় এই পরাজয়ের মধ্যেও নিজের ক্রিকেটিও দক্ষতাকে দেখিয়ে গেছেন। তার মধ্যে অন্যতম দীনেশ কার্তিক। তিনি ঝোড়ো ইনিংস খেলেছেন । ২৩বলে ৫৩নউআউট থেকে আলাদা সাড়া ফেলেন। ‘বয়স্ক’ এই খেলোয়োড়ের  পারফরমেন্সে মুগ্ধ গোটা টিম। মুগ্ধ বিপক্ষ টিমের খেলোয়াররাও। তবে ফ্যাফ ডুপ্লেসিস এর এই সমালোচনা যে পরবর্তী ম্যাচের জন্য খুব গুরুত্বপূর্ণ তা মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Related Articles