
The Truth of Bengal : জয়ের হ্যাট্রিকের পর উচ্ছ্বাসের বাঁধ ভাঙছে কেকেআর খেলোয়াড়দের মধ্যে । এদিকে শাহরুখ খান দলের এই সফলতার পর খেলোয়াড়দের সঙ্গে উৎসবে করছেন । উৎসবে মেতে রয়েছেন । শুধু তাই নয় । যে যে খেলোয়াড়রা এই জয়ের নেপথ্যে ছিলেন তাদেরকে শুভেচ্ছা জানাতে ভোলেননি শাহরুখ ।
সামনের ম্যাচের জন্য আগাম শুভেচ্ছা ও জানিয়েছেন কিং খান । কেকেআর খেলোয়াড়রা যখন একের পর এক চার – ছয় মারছিলেন তখন শাহরুখের মুখে মৃদু হাসিও লক্ষ করা যায় । টোল পরা গালে তিনি যেন মনে মনে বলে উঠছিলেন এই তো এগিয়ে চলো । শুধু যে কেকেআরের খোলোয়াড়দের সঙ্গেই তিনি এই খোশ মেজাজে মিশে ছিলেন এমনটা নয় । তিনি দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের সঙ্গে ও আলিঙ্গন করেন । শুভেচ্ছা জানান । কেকেআরের তরফ থেকে এক্সে এই ভিডিও পোষ্ট করা হয়েছে।
Iss baar Pathaan ki mehmaan nawazi ke liye hum pathake laye the 😉 pic.twitter.com/clPimZm21j
— KolkataKnightRiders (@KKRiders) April 4, 2024