IPL 2024খেলা
Trending

তৃতীয় জয়ের লক্ষ্যে নামছে গুজরাট

Gujarat is aiming for third win

The Truth of Bengal : গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংস । তৈরী দুদল্ই । ঘরের মাঠে পাঞ্জাব কে হারাতে বদ্ধ পরিকর গুজরাট টাইটান্স ।

একদিকে শুভমন গিল, অপরদিকে শিখর ধবন। এখনও পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয়ী হয়েছে গুজরাট ‌ । লিগ টেবলে ৫ নম্বরে রয়েছে গুজরাট । অপরদিকে , প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দুটো ম্যাচে হারতে হয়েছে দেখতে হয়েছে পঞ্জাব কিংসকে । ফলত এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ শিখর ধাওয়ানদের কাছে । এর মধ্যে গুজরা টাইটানস দলের অন্যতম খেলোয়াড় শামিকে পাচ্ছে না যা তাদের কাছে বড় ধাক্কা। বাংলার এই জোরে বলার থাকলে গুজরাট যে আরো সাফল্য পেত তা বলাই বাহুল্য। গুজরাট ভার্সেস পাঞ্জাবের এই ম্যাচ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন আমজনতা। শামিকে ছাড়া পরবর্তী ম্যাচে গুজরাট কেমন পারফর্ম করবে ! সেদিকে নজর রয়েছে দেশবাসীর।

Related Articles