IPL 2024

চতুর্থ পরাজয়ের পরও প্লে অফে নিজের জায়গা করে নিল রাজস্থান, ৫ উইকেটে জয় পঞ্জাবের

Despite the fourth defeat, Rajasthan made the play open, Punjab won by 5 wickets

The Truth Of Bengal Desk :  বুধবার টসে জিতে প্রথম ব্যাট করার সিধান্ত নেয় রাজস্থান । তবে প্রথমে ব্যাট করতে নেমে ভাল রান করতে সক্ষম হয়নি টিম রাজস্থান রয়্যালস । মাত্র ১৪৪ রান করতে সক্ষম হয় সঞ্জু স্যামসনের দল। তবে বুধবার অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে দলের মান বাঁচায় রিয়ান পারাগ। তবে দলের ওপেনার পরিবর্তনের জন্যই দল এমন পিছিয়ে পড়ছে বলে মনে করছেন একাংশ।

ইতিমধ্যেই টি ২০ ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিতে দেশে ফিরে গেছেন জস বাটলার। সেই জন্যই এখন ওপেনিং জুড়িতে দেখা যায় যশস্বী জয়সওয়ালের ও টম কোহলার-ক্যাডমোর । দলের পরিস্তিতি সামাল দিতে মাঠে পাঠানো হয় রবিচন্দ্রন অশ্বিনকে, ১৯ বলে ২৮ রান করে  কিছুটা হাল ফেরান তিনি। প্লে অফের দৌড়ে আর নেই পঞ্জাব, আগেই সেই জায়গা থেকে ছিটকে গেছে তারা। তবে রাজস্থান নিজেদের নিশ্চিত করেছে প্লে অফের টেবিলে।তবে ২০ ওভারের শেষে পঞ্জাবকে মাত্র ১৪৪ রানের টার্গেট দিয়ে ফিরতে হয় রাজস্থানকে।

১৪৪ রানের টার্গেট পেয়ে উৎসাহের সঙ্গে মাঠে নাবে পঞ্জাব তবে ব্যাটিং শুরু করে পরপর চারটি উইকেট পড়ায় একটু চিন্তার মুখে পড়ে দল। ১০ ওভারের শেষে মাত্র ৬০ রানের পর সেই চিন্তা আরও বেড়ে যায় পঞ্জাবের। তবে সেই সময় দলেকে জয়ের দিকে নিয়ে যায় আধিনায়ক স্যামু কারেন। অনবদ্ধ ব্যাটিং-এর পর ৫ ওইকেট হারিয়ে জয় যায় পঞ্জাবের ঝুলিতে।

Related Articles