
The Truth Of Bengal: অনুষ্কা জন্মদিন উপলক্ষ্যে বিরাট সহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দল তাঁদের নৈশভোজ সারলেন শেফ মানু চন্দ্রের হাতের যাদুতে। বেশ কিছুদিন দেশের বাইরেই ছিলেন “বিরুষ্কা”। তবে আইপিএল এর জন্য বিরাট দেশে ফিরে আসেন এবং সূত্রের খবর সম্প্রতি অনুষ্কাও দেশে ফিরছেন। এবং জন্মদিন উপলক্ষে এবার তাঁকে সরাসরি দেখা গেল আরসিবি দলের সঙ্গে অভিনেত্রীকে নৈশভোজ সারতে। যেখানে বিরাট সহ, ম্যাক্সওয়েল এবং তাঁর স্ত্রী ভিনিকেও দেখা যায়।
View this post on Instagram
মে’দিবসে অর্থাৎ অনুষ্কার জন্মদিনের দিন সকলের চোখ ছিল বিরাটের সোশ্যাল মিডিয়া পেইজের দিকে, যে নিজের অর্ধাঙ্গীনি’র জন্য কি স্পেশাল বার্তা দেন পতি দেব। ঠিক তখনই বিরাটের পোস্টে দেখা যায় ইনস্টাগ্রামে। বিরাটের সঙ্গে অনুষ্কার ক্যানডিড ছবি ও অনুষ্কার নিজস্বী দিয়ে লেখেন,”আমি একেবারে হারিয়েই জেতাম, যদি আমি তোমাকে খুঁজে না পেতাম। শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমি আমাদের পৃথিবীর আলো। আমরা তোমাকে ভীষণ ভালোবাসি” সঙ্গে তিনটি হৃদয়ও ক্যাপশনে দেন তিনি।

তারপর তাদের এদিনের রাতের ডিনার করার ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। সূত্রের খবর তাঁরা এদিন বেঙ্গালুরুর LUPA রেস্টুরেন্টে নৈশভোজ করেছেন। সঙ্গে বিরাট একটি মেনু কার্ডের ছবি শেয়ার করেছিলেন গণমাধ্যমে, যেখানে মেনু কার্ডে দেখা যাচ্ছে লেখা রয়েছে,”উদযাপনে অনুষ্কা”। এবং স্টোরি শেয়ার করে বিরাট লিখেছেন,”ধন্যবাদ @manuchandra রাতে কাটানো এক অভাবনীয় অভিজ্ঞতার জন্য। সম্মান রইল এদিন উপভোগ করা জীবনের সর্বশ্রেষ্ট আহারের জন্য।”

View this post on Instagram
তবে এদিন ডুপ্লিয়েসকেও তাঁর ইনস্টাগ্রামে স্টোরি দিতে দেখা গিয়েছিল, যেখানে সকলের সঙ্গে তিনি অনুষ্কার জন্মদিনের মুহুর্তকে চুটিয়ে সেলিব্রেট করছিলেন। ছবি দেওয়ার সঙ্গেই তিনি লেখেন, “ভালো মানুষের সঙ্গে ভালো রাত্রিযাপন।” সেখানেই এই স্টোরিটি অনুষ্কা নিজের ইনস্টাগ্রামেও একটা হার্টের ইমোজি দিয়ে শেয়ার করেন। এদিন শেফ মনু চন্দ’কেও ইনস্টাগ্রামে বিশেষ দিনটিকে গণমাধ্যমে শেয়ার করতে দেখা যায়। তিনি এদিন সকলকে সুন্দর সেই রাত্রির মুহুর্তকে কেন্দ্র করে অনুষ্কাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।
Sensory play section for our princess, Vamika at Team Hotel in Bengaluru! 😍@imVkohli • @AnushkaSharma • #ViratGang pic.twitter.com/8OwrvmIgmC
— ViratGang (@ViratGang) May 2, 2024
তাছাড়াও এটাই শেষ খবর নয় আরও এক খুশির খবর শোনা যাচ্ছে ইতিমধ্যেই! যেখানে বেঙ্গালুরুর টিম হোটেলের একটি দৃশ্য শেয়ার করেছিলেন আরসিবি-র এক অনুরাগী তাঁর নিজস্ব এক্স হ্যান্ডেল থেকে! যেখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন হোটেলের সমস্ত ডেকোরেশন ছোট্ট রাজকুমারী বিরাট কন্যার জন্য। এবং যে কারণেই নেটিজেনদের অনেকে মনে করছেন যে, ৪ঠা মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স এর ম্যাচে বোধহয় চিন্নাস্বামী’তে দেখা মিলবে মা অনুষ্কার সঙ্গে পরিবারের ছোট্ট সদস্যেরও।