IPL 2024

ইডেনে ডাকাতির পর মিষ্টি দই দিয়ে চলল সেলিব্রেশন

After the heist in Eden, the celebration continued with sweet curds

The Truth Of Bengal : ঘরের মাঠে কেকেআর হেরে যাওয়ার ফলে ভীষণ মন খারাপ খেলোয়াড় থেকে সমর্থক সকলের। কলকাতাবাসী হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি যে কেকেআর পাঞ্জাবের বিরুদ্ধে হারবে। তবুও কলকাতায় চলল দেদার উদযাপন। একেবারে মিষ্টিমুখ করলেন খেলোয়াড়রা । যদিও কেকেআর খেলোয়াড়রা মন খারাপ নিয়েই আছেন, মিষ্টিমুখ করলেন পাঞ্জাব কিংসের খেলোয়াড়রা । কলকাতার রসগোল্লা খেতে ভীষণ সুস্বাদু হলেও পাঞ্জাব কিংসের খেলোয়াড়রা জয়ের আনন্দে খেলেন মিষ্টি দই।

কলকাতার স্পেশাল দই খেতে দেখা গেল খেলোয়াড়দের , আর এভাবেই এই জয়ের উদযাপন করলেন তারা। গরমের দুপুরে লাল দই মন কাড়ল খেলোয়াড়দের , হাসিমুখে এভাবেই তারা মাতোয়ারা হলেন । সেই ভিডিও এক্সে পোস্ট করেছে পাঞ্জাব কিংস। কেকেআরের ঘরের মাঠে এসে কেকেআর কে হারিয়ে তারা এই মুহূর্তে বেশ আনন্দে মশগুল। রীতিমতো সেলিব্রেশন মুডে রয়েছে পাঞ্জাবের খেলোয়াড়রা । পাঞ্জাবের তরফ থেকে যে ভিডিও এক্সে পোস্ট করা হয়েছে সেখানে লেখা হয়েছে’ আজ দি রাত, মিষ্টি দই দে না’। অপরদিকে খেলোয়াড়রা সেই মুহূর্তে ভীষণ ব্যস্ত তাদের ব্যাগ গোছাতে , আর তখনই চলছিল এই উদযাপন। দই খেতে খেতে পঞ্জাবের তারকা বোলার অর্শদীপ সিং বলেন মিষ্টি দই। যা লেন্স বন্দি করা হয়েছে । পরে পোস্ট্ও করা হয়েছে সোশ্যাল সাইটে।

 

Related Articles