ইসরায়েলের হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনি শহরে হাজারো মানুষের বিক্ষোভ
Thousands of people protested in Sydney, Australia against Israel's attack

The Truth Of Bengal : গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনি শহরে বিক্ষোভ ও মিছিল। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার মানুষ। বিক্ষোভ সমাবেশে অস্ট্রেলিয়ার নাগরিকদের পাশাপাশি ছিলেন অভিবাসীরাও। বিক্ষোভ মিছিল থেকে গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়। এতে অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার।
এ সময় অনেককে ‘নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে স্বাধীন’, ‘গাজা গাজা, তুমি কেঁদো না, ফিলিস্তিন কখনো হেরে যাবে না’, ‘ইসরায়েল এবার তুমি থামো, গাজা মুক্ত করো’ স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে সংঘাত বন্ধে উদ্যোগ নিতে অস্ট্রেলিয়ার সরকারকে আরও বেশি তৎপর হওয়ার দাবি জানিয়েছেন। এমন একজন বলেন, ‘প্রধানমন্ত্রী ও সরকারের কাছে আমার একটি প্রশ্ন, নিন্দা আর ঘৃণা পাওয়ার জন্য ইসরায়েলের আর কী কী করতে হবে? আর কী করলে অস্ট্রেলিয়া সরকারের বিবেক জাগ্রত হবে?’ মিছিলে অংশ নেওয়া এক বাংলাদেশি জানান, তিনি কোনো দেশ, জাতি কিংবা ধর্মের পক্ষে-বিপক্ষে নন। তিনি চান মানুষকে হত্যার এ খেলা বন্ধ হোক।
ওই বাংলাদেশি বলেন, ‘এই যুদ্ধ ধর্মের নয়। আজ চারদিকে তাকিয়ে দেখুন, শুধু মুসলিমরাই মিছিল করছেন না, সব দেশের, সব ধর্মের মানুষ ন্যায়বিচারের জন্য এগিয়ে এসেছেন, ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন।‘ 2023 সালের ইসরায়েল-হামাস যুদ্ধ বিশ্বজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ ও নজরদারির শুরু হয়েছে। গাজায় ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভগুলি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে উল্লেখযোগ্যভাবে বড় ছিল। বিশেষ করে আল-আহলি আরব হাসপাতালের বিস্ফোরণের পরে। 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, মৃতের সংখ্যা 9,770 ছাড়িয়ে গেছে, যার মধ্যে 4,800 শিশু, 2,559 জন মহিলা ও 19,000 আহত হয়েছে।
FREE ACCESS