আন্তর্জাতিক
Trending

মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, আলাস্কা এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন…

The plane door opened in the middle of the sky, questions about the safety of Alaska Airlines...

The Truth Of Bengal: রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আকাশের মধ্যেই হঠাৎ খুলে গেল আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানের দরজা। বিমানটি যাচ্ছিল পোল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার দিকে। বিমানের দরজা খুলতেই আতঙ্ক ছড়িয়ে পরে যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি বিমানের পাইলট পোল্যান্ড বিমানবন্দরে বিমানের অবতরণ করিয়েছে বলে জানিয়েছে আলাস্কা বিমান সংস্থা। ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

কি সাংঘাতিক কাণ্ড। বিমান আকাশে থাকাকালীন খুলে গেল বিমানের দরজা। হুড় হুড় করে শুরু হয় বিমানের ভিতরে হাওয়া ঢুকতে। তড়িঘড়ি বিমানের পাইলট জরুরী অবতরণ করেন বিমানটির । ঘটনাটি ঘটেছে আলাস্কা এয়ারলাইন্সে। ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি তবে ঘটনাটি ঘিরে প্রশ্ন উঠছে বিমানের নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ।

ভিডিও তে দেখা যাচ্ছে যাত্রীরা সকলে অক্সিজেন মাস্ক পরে বসে আছেন । একটুর জন্য প্রাণে বেঁচেছেন যাত্রীরা। বিমানটি যাচ্ছিল পোল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার দিকে। ১৬ হাজার ফুট উপরে উঠতেই আচমকাই দরজা খুলে যায় বিমানের। আতঙ্ক ছড়িয়ে পরে যাত্রীদের মধ্যে। সেই সময় বিমানে ছিল ৬ জন স্ক্রু এবং ১৭১ জন যাত্রী। মাঝ আকাশে বিমানের দরজা খুলে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছে আলাস্কা এয়ারলাইন্স সংস্থা। তড়িঘড়ি পাইলট পোল্যান্ড বিমান বন্দরে বিমানের জরুরী অবতরণ করিয়েছে। এই ধরনের ঘটনার পর যাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে আলাস্কা এয়ারলাইন্সকে। ইতিমধ্যেই কিভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত শুরু হয়েছে । বিমানের যাত্রীরা  এই ঘটনা কে  দুঃস্বপ্ন বলে অভিহিত করেছেন।

Free Access