কঙ্গোবা শহরের সোনার খনি ধসের ঘটনায় মৃতদের তালিকা নিশ্চিত সরকারের,
The government has confirmed the list of dead in the gold mine collapse in Kongoba town.

The Truth Of Bengal: দক্ষিন মালের কঙ্গোবা শহরের সোনার খনিতে বড়সড় ধসের ঘটনা ঘটে গত শুক্রবার। এবার সরকারীভাবে নিশ্চিত করা হল মৃতদের তালিকা। বুধবার ঘটনাস্থল থেকে উদ্ধার হল ৭৩ জনের মৃতদেহ।
গত শুক্রবার দক্ষিন মালের কঙ্গোবা শহরের একটি সোনার খনিতে ঘটে য়ায় আচমাকাই ধসের ঘটনা। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে বহু শ্রমিক। এক সপ্তাহ ধরে চলে তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে উদ্ধারকারী দল। লাগাতার চলে উদ্ধারকাজ। এই বিযয়ে খনির এক আধিকারিক জানান, খনিতে আচমকাই প্রচণ্ড জোড়ে কম্পন অনুভূত হয়। ধসে যায় একটি টানেল। সেইসময় অন্তত ২০০ জন শ্রমিক খনির ভেতর কাজ করছিলেন। তারপর থেকেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারকাজ শুরু হয়। সেই উদ্ধারকাজ শেষ হয় বুধবার।
সরকারীভাবে মৃতদের নামের তালিকা প্রকাশ করা হয়। জানা যায়, ৭৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, সোনার খনির এই দুর্ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে মঙ্গলবার ালে প্রশাসন। শচ্রমিকদের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েচিল, কিন্তু পরিসংখ্যান জানানো হয়নি তখনও পর্যন্ত। বুধবার সরকারীভাবে জানানো হল মোট মৃতের সংখ্যা।
Free Access