সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে কমেনি দুর্ভোগ
The flood situation in Sylhet-Sunamganj is improving, but the suffering has not decreased

The Truth Of Bengal : বন্যায় বিদ্ধস্ত বাংলাদেশের একাংশ । সিলেট-সুনামগঞ্জে নদ-নদীর জল কমেনি দুর্ভোগ । সিলেট শহরের বেশিরভাগ নিচু এলাকা থেকে জল সরে গেছে। এছাড়াও , সীমান্তবর্তী নদীর জল কমায় পরিস্থিতির উন্নতি হচ্ছে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটের । বাংলাদেশ জল উন্নয়ন বোর্ডের তরফে এই বন্যা পরিস্থিতির কথা সম্পর্কে বলা হয়েছে , ১২ ঘণ্টায় সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে । জল কমেছে ১২ সেন্টিমিটার। এছাড়াও বেশ কয়েকটি নদীর জলস্তর নেমেছে । জানানো হয়েছে , সারি, গোয়াইন, ডাউকির মতো সীমান্ত নদীগুলোর জলস্তর নেমেছে । তবুও এখনো আশ্রয় কেন্দ্র গুলিতে রয়েছে বহু মানুষ । এখনও জেলার ৯ লাখেরও বেশি মানুষ জলবন্দি অবস্থায় রয়েছেন । প্রায় ৪০০ আশ্রয়কেন্দ্রে ২৫ হাজার মানুষ মানুষ জীবনযাপন করছে।
এদিকে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত না হওয়ায় কমছে নদ-নদীর জল স্তর নামছে । বৃষ্টিপাত কমলেও ঘর ছাড়া মানুষ কবে ঘরে ফিরবেন। কবে আবার প্রিয়জনদের সঙ্গে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন তার উত্তর নেই তাদের কাছে। জলবন্দির জীবনে জলসঙ্কট থেকে খাবার সংকট চরমে পৌঁছেছে। বিভিন্ন ত্রাণ সামগ্রীর উপর নির্ভর করে দিন কাটাতে হচ্ছে বহু পরিবারকে। এই অবস্থায় বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতেও রয়েছে যেহেতু জল জমে রয়েছে বহু জায়গায় ফলত অঘটন ঘটাতে পারে । এই আশঙ্কা থেকেই প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ পরিষেবা এখনো দেওয়া হয়নি।