
The Truth of Bengal: বিশ্বের বেশিরভাগ দেশেই গণতন্ত্র থাকলেও কিছু দেশে এখনও রয়েছে রাজতন্ত্র। ব্রিটেন, স্পেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, থাইল্যান্ডের মতো বেশ কিছু দেশে এখনও থেকে গিয়েছে রাজ পরিবার। এবার ফোর্বসের এক সমীক্ষায় বিশ্বের সবথেকে ধনী রাজপরিবারের তালিকায় শীর্ষে নাম রয়েছে সৌদি রাজ পরিবারের।
ফোর্বস জানিয়েছে, বর্তমান বিশ্বে সবথেকে প্রভাবশালী ও সম্পদশালী রাজ পরিবার হল সৌদি রাজ পরিবার। তাদের মোট সম্পদের পরিমাণ ১.৪ লক্ষ কোটি মার্কিন ডলার! সৌদি রাজপরিবারের সম্পদ এখন বিশ্বখ্যাত ধনকুবের ইলন মাস্ক, বিল গেটস, রতন টাটা, মুকেশ অম্বানি এবং গৌতম আদানিদের সম্মিলিত সম্পদকেও ছাড়িয়ে গিয়েছে।
তবে এই ধনকুবের থেকে ছাড়িয়ে গেলেও বিশ্বের অন্যতম একটি রাজ পরিবার হল ব্রিটিশ রাজ পরিবার। বর্তমানে ব্রিটিশ রাজপরিবারের মোট সম্পদের পরিমাণ ৮৮০০ কোটি মার্কিন ডলার। তবে ফোর্বসের দেওয়া রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের রাজপরিবারের সম্পদ যা ব্রিটিশ রাজপরিবারের সম্পদের থেকে ১৬গুণ বেশি। ফলে ব্রিটিশ রাজ পরিবারের সঙ্গে তুলনা করলেই সৌদি রাজ পরিবারের সম্পদের বিশালত্য উপলব্ধি করা যায়।