আন্তর্জাতিক

বঙ্গভবনের দরবার হল থেকে সরিয়ে দেওয়া হলো শেখ মুজিবুরের ছবি

Sheikh Mujibur's portrait removed from Bangabhaban's Durbar Hall

Truth of Bengal: পাল্টে গেলো বাংলাদেশের বঙ্গভবনের দরবার হলের ছবি। দরবার হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এদিন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে এই বিষয়ে নিশ্চিত করেছে। এমনকি ছবি সরাতে এতো দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

সামাজিক মাধ্যমে যে ছবিটি পোস্ট করা হয়েছে সেখানে মাহফুজ আলমকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লক্ষ্যণীয় বিষয়,  মাহফুজ আলম যেখানে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন, সেখানকার দেওয়ালে আগে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি। কিন্তু, বর্তমানে সেই ছবিটি উধাও। দেওয়াল থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুজিবুর রহমানের ছবি।

ছবির ক্যাপশনে লেখা,”৭১-পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ অগাস্টের পর বঙ্গভবন থেকে তাঁর ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাঁকে কোথাও দেখা যাবে না।”

তাঁর আরও সংযোজন, ”শেখ মুজিব ও তাঁর মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন, তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায়স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এর মধ্যে রয়েছে—অগণতান্ত্রিক ’৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, হাজার হাজার কোটি অর্থ পাচার, হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (১৯৭২-’৭৫, ২০০৯-’২৪)।”

রবিবার নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনজন উপদেষ্টা যুক্ত হন। রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিন উপদেষ্টা। তাঁদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন তিন উপদেষ্টা হলেন শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

Related Articles