জুনে ফের দিল্লি সফরে শেখ হাসিনা, নয়া দিল্লিতে বৈঠক মোদি-হাসিনার
Sheikh Hasina on her visit to Delhi again in June, Modi-Hasina meeting in New Delhi

রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতেই নয়াদিল্লি আসছেন শেখ হাসিনা। ২১ জুনই দিল্লি পৌঁছনোর কথা রয়েছে তাঁর। বৈঠকে উঠে আসতে চলেছে ভারত ও বাংলাদেশের মধ্যেকার ৫৩ টি নদীর প্রসঙ্গ সহ আরও একাধিক বিষয়।
সম্প্রতি দিল্লি সফর করে গিয়েছেন বাংলাদেসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ফের নয়া দিল্লি সফরে আসছেন তিনি। এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ২১ জুনই দিল্লি পৌছনোর কথা শেখ হাসিনার। জানা যাচ্ছে, সেখ হাসিনার এই সফর পূর্ব নির্ধারিত কর্মসূচী। সেই কর্মসূচী অনুযায়ী, ২১ জুন দিল্লি পৌঁছনোর ঠিক পরের দিনই বৈঠকে বসতে চলেছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে তাঁদের এই বৈঠকে উঠে আসতে চলেছে তিস্তা সহ ভারত-বাংলাদেসের ৫৩ টি নদীর প্রসঙ্গ। সেই সঙ্গে, দুই নেতার মধ্যে আলোচনা হতে চলেছে, প্রতিরক্ষা, নিরাপত্তা, যোগাযোগ ব্যাবস্থা, অভিন্ন নদীর জলবন্টন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগীতামূলক বিষয়।
অন্যদিকে ভারত-বাংলাদেশের গঙ্গাচুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬-এর ডিসেম্বরে। মনে করা হচ্ছে, সেটা পুনর্নবীকরণের কাজও শুরুর বিষয়ও উঠে আসতে পারে এই বৈঠকেই। অন্যদিকে, সীমান্ত বিরোধ মিটলেও সীমান্তে পাচার ও হত্যাকাণ্ডের বিষয় এখনও চিন্তা বাড়াচ্ছে। মনে করা হচ্ছে দুই রাষ্ট্রনেতার বৈঠকে সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে।