আন্তর্জাতিক

ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন এস.জয়শঙ্কর

S. Jaishankar spoke to British Prime Minister about Iran-Israel war

The Truth of Bengal : ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে চিন্তিত ভারত।যুদ্ধের আবহ যেভাবে তৈরি হয়েছে তাতে কখন যে কী হয় তা কেউ বুঝতে পারছে না। ড্রোন হামলা আর সাইরেনের শব্দ কার্যতঃ অশনিসংকেত বয়ে আনতে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে।এই অবস্থায় যুদ্ধের কালো মেঘ তৈরি হওয়ায় ভারতের বিদেশ মন্ত্রী এস  জয়শঙ্কর তড়িঘড়ি ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড কেমোরনের সঙ্গে পশ্চিম এশিয়ার উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

টেলিফোনে জয়শঙ্কর-ক্যামেরন জরুরি বিষয় নিয়ে একপ্রস্থ আলোচনা করেন। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরান ইজরায়েলের কার্গো জাহাজ আটক করার পর যেভাবে দুদেশের সংঘাত তীব্র হয় তাতে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়।১২দিন আগে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার পরই দুদেশের তীক্ততা চরমে পৌঁছায়। ইরান এই হামলার জন্য ইজরায়েলকে দায়ী করে।এরপর ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি চড়া সুরে হুমকি দেন,ইরানকে এর ফল ভোগ করতে হবে। ফলে স্পষ্ট হয় ইজরায়েল-ইরান চোখে চোখ রেখে কথা বলছে। এরপরই অবস্থার অবনতি হয়। ইরান হামলা শুরু করে ইজরায়েলের ওপর।পরিস্থিতি বেগতিক বুঝে উদ্বিগ্ন নয়াদিল্লি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।শান্তিও স্থিতাবস্থা বজায় রাখতে তাঁরা দুপক্ষই সহমতে পৌঁছায়। রবিবার সকালে ভারতের তরফে বিবৃতি দেওয় হয়েছে, ‘ইরান এবং ইজ়রায়েলের  দ্বন্দ্বে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।সেই পরিস্থিতির  অবনতিতে  গভীর ভাবে উদ্বিগ্ন। পশ্চিম এশিয়ায়   শান্তি বিঘ্নিত করছে এই আক্রমণ।   অবিলম্বে হামলা থামিয়ে শান্তি স্থাপনের দাবি জানাচ্ছি। হিংসা বর্জন করে কূটনৈতিক পথে সমস্যা মেটানোর ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

Related Articles