
The Truth of Bengal: যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের বার্লিংটনে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন কলেজশিক্ষার্থীকে গুলি করে আহত করা হয়। ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কাছের সড়কে এই গুলির ঘটনা ঘটে। বার্লিংটন পুলিশ জানিয়েছে, পিস্তল নিয়ে এক ব্যক্তি তিন কলেজশিক্ষার্থীকে গুলি করে। তারপর ওই ব্যাক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রধারীকে রোববার পর্যন্ত ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর খোঁজ করছে পুলিশ ও ফেডারেল এজেন্ট। কর্তৃপক্ষ বলছে, এই গুলির ঘটনাকে একটি ঘৃণাপ্রণোদিত অপরাধ হিসেবে মনে করছেন তদন্তকারীরা। গুলিতে আহত তিন শিক্ষার্থী হলেন হিশাম আওয়ারতানি, কিন্নান আবদেল হামিদ ও তাহসিন আহমেদ।
স্থানীয় হাসপাতালে তাঁরা চিকিৎসা চলছে। তিনজনের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানাগিয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিতে আহত তিন শিক্ষার্থীর মধ্যে দুজন মার্কিন নাগরিক। অপরজন যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা। তাঁদের সবার বয়সই ২০ বছর বলে জানাগিয়েছে। পুলিশের তথ্যমতে, হামলার সময় আক্রান্ত দুই শিক্ষার্থী সাদা-কালো রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি স্কার্ফ কেফিয়্যাহ পরে ছিলেন।
ফিলিস্তিনপন্থী অলাভজনক সংস্থা ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং জানিয়েছে, হামলাকালে আক্রন্ত শিক্ষার্থীরা আরবি ভাষায় কথা বলছিলেন বলে জানা গেছে। হামলাকারী কোনো কথাবার্তা ছাড়াই তিন শিক্ষার্থীকে নিশানা করে চারজনকে লক্ষ্য করে গুলি করে। আক্রমণকারি ওই ব্যাক্তি শিক্ষার্থীদের হয়রানি করে বলে জানাগিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিনি রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। এই সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিদ্বেষমূলক ঘটনা বেড়ে গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন শিক্ষার্থীকে গুলি ঘটনা ঘটল।