হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: এনসিপি
No elections until Hasina is tried: NCP

Truth Of Bengal: ফের হাসিনার সাজার দাবিতে সরব জাতীয় নাগরিক পার্টি। সদ্য রাজনীতির ময়দানে নেমেছে এই দল। মঙ্গলবার সকালে গণঅভ্যুত্থানের সময় শহীদ হওয়া ছাত্র-জনতার কবরে শ্রদ্ধা জানাতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখান থেকেই তিনি বলেন, ”জুলাই অভ্যুত্থানে যে দমন–পীড়ন হয়েছে, তার দ্রুত বিচার চাই। ন্যায়বিচারের মধ্য দিয়ে যাঁরা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন, তাঁদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। এই বিচার যেন নিদর্শন হয়ে থাকে, আর যেন কোনো ফ্যাসিজম গড়ে না ওঠে।”
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ”যত দিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি, তত দিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। খুনি হাসিনা লাশ কই ফেলেছে, তা জানা যায়নি। মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কীভাবে এই বাংলাদেশে অন্যকিছু চিন্তা করব।”
অপরদিকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ছাত্র-জনতার রক্তের ওপর এসেছে। তাদের মনে রাখতে হবে বিচার না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। যেভাবেই হোক শীঘ্রই বিচার করতে হবে। প্রয়োজনে বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে।