নিলামে নেলসন ম্যান্ডেলার ব্যক্তিগত সামগ্রী, নিলামে বাধা দক্ষিণ আফ্রিকা সরকারের
Nelson Mandela

The Truth of Bengal: দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কিছু ব্যক্তিগত সামগ্রী নিলামে তোলা হয়েছে। যুক্তরাষ্ট্রে ৭০ টির মত ম্যান্ডেলার ব্যক্তিগত সামগ্রী নিলামে তুলেছেন তার মেয়ে মাকাজিউয়ে। ৭০ টি জিনিসের মধ্যে রয়েছে নেলসন ম্যান্ডেলার কিছু পোশাক, এক জোড়া শ্রবণ যন্ত্র, বিশ্ব নেতাদের দেওয়া কিছু উপহার, পরিচয়পত্র। পোশাকের মধ্যে রয়েছে অবিসংবাদিত নেতার এক জনপ্রিয় পোশাক যার নাম মাদিবা শার্ট। কিন্তু নিলামে বাঁধা দিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। দক্ষিণ আফ্রিকার সরকার দাবি করেছে এই জিনিস পত্র বাইরের কোন দেশে নিলামে তোলা হবেনা। এইগুলি দেশের ঐতিহ্যের অংশ। পরবর্তী প্রজন্ম এই জিনিস গুলি দেখে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারবে।সরকারের সম্পত্তি এইভাবে যুক্তরাষ্ট্রে নিলামে তোলা নিষেধ।
নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালে ডিসেম্বর মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন।দক্ষিণ আফ্রিকার ঐতিহ্য সুরক্ষা সংস্থা সাউথ আফ্রিকান হেরিটেজ রিসোর্স এজেন্সি সকারের কাছে এই নিলাম বন্ধের জন্য আর্জি জানিয়েছে। এই আবেদনে সাহরা সংস্থাকে সমর্থন করেছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ও শিল্প দফতর।
এর আগেও ২০২১ সালে নেলসন ম্যান্ডেলার জিনিসপত্র নিলামে উঠেছিল। দক্ষিণ আফ্রিকা সরকার সেই নিলামের বিরোধিতা করেছিল। এই বিষয়ে দুই বছর ধরে মামলা চলে। ডিসেম্বরে এই মামলার রায় বেরোয়। সেখানে মেয়ে মাকাজিউয় কে উচ্চ আদালত জিনিসপত্র নিলামের অনুমতি দেয়। কিন্তু সরকারের আবারও বিরধিতায় ২২ জানুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে কিনা এখন সেটাই দেখার।