হিজাব ছাড়া কনসার্ট, গ্রেফতার সংগীতশিল্পী পারাস্তু আহমাদি
Musician Parastu Ahmadi arrested for concert without hijab

Truth Of Bengal: ইরানে হিজাব না পরে পারফর্ম করার জন্য গ্রেফতার সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। ইউটিউবে একটি ভার্চুয়াল কনসার্ট করেন ২৭ বছর বয়সী গায়িকা। এই ভিডিয়ো নজরে আসতেই ইরানি কর্তৃপক্ষ গ্রেফতার করে সংগীতশিল্পীকে। পারাস্তুর আইনজীবী মিলাদ পানাহিপুরের মতে, শনিবার সারি সিটিতে গ্রেপ্তার করা হয়।
অনলাইন কনসার্টে, একটি কালো স্ট্র্যাপি বডিকন পোশাকে গান গাইছিলেন আহমাদি। সঙ্গে ছিল চারজন পুরুষ মিউজিশিয়ান। ১৪ লক্ষ ভিউ সংগ্রহ করেছে ভিডিয়োটি। ভিডিয়োতে তিনি বলেন, ”এটা আমার অধিকার যা আমি উপেক্ষা করতে পারিনি। যে দেশকে পাগলের মতো ভালোবাসি তার জন্য গান করা।”
জানা যায়, গ্রেফতারের আগের দিন আহমাদির বিরুদ্ধে মামলা করেছে ইরানের বিচার বিভাগ। একই দিনে তার ব্যান্ডের দুই মিউজিশিয়ান সোহেল ফাগিহ নাসিরি এবং এহসান বেরাগদারকেও তেহরানে গ্রেফতার করা হয়।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে, ইরান মিশ্র-লিঙ্গ শ্রোতাদের সামনে একক গান গাইতে বা জনসমক্ষে বা মিডিয়া প্ল্যাটফর্মে হিজাব ছাড়া উপস্থিত হওয়া মহিলাদের নিষিদ্ধ করার জন্য কঠোর প্রবিধান বজায় রেখেছে। এই আইন লঙ্ঘনের ফলে দেশে হিজাবের প্রতীকী ও আইনগত গুরুত্ব প্রতিফলিত করে কঠোর শাস্তি হতে পারে।
প্রসঙ্গত, গত ২ বছর ধরে হিজাব বিতর্কে তোলপাড় হয়েছে ইরান। ২০২২ সালে হিজাব না পরে রাস্তায় বেরনোর অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছিল মাহসা আমিনি নামের এক তরুণীকে। হিজাব বিধি লঙ্ঘনের অভিযোগে আটক মাহসা আমিনির মৃত্যু হয়।