আন্তর্জাতিক

Moscow: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল মস্কো! দুই পুলিশ অফিসারসহ মৃত ৩

রাশিয়ার তদন্তকারী সংস্থা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

Truth of Bengal: রাশিয়ার রাজধানী মস্কোর রাজপথ আবারও এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল। বুধবার ভোরে দক্ষিণ মস্কোর ইয়েলেতস্কায়া স্ট্রিটে একটি সন্দেহভাজন গাড়ির কাছে যাওয়ার সময় শক্তিশালী বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ অফিসার এবং এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাশিয়ার তদন্তকারী সংস্থা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, কর্তব্যরত পুলিশ আধিকারিকরা যখন একটি সন্দেহভাজন ব্যক্তির কাছে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই একটি বিস্ফোরক যন্ত্র সক্রিয় হয়ে ওঠে এবং এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলটি বর্তমানে পুলিশি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ এই বিস্ফোরণটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাশিয়ার নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ টেলিগ্রাম চ্যানেলগুলোর দাবি অনুযায়ী, বিস্ফোরণে নিহত তৃতীয় ব্যক্তিটি সম্ভবত ওই বিস্ফোরক যন্ত্রটি বসানোর কাজ করছিল। এই ঘটনার জেরে মস্কো জুড়ে ব্যাপক নিরাপত্তা তল্লাশি শুরু হয়েছে। এই বিস্ফোরণটি এমন এক জায়গায় ঘটেছে যা গত সোমবার রুশ লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভের হত্যার ঘটনাস্থল থেকে আধ মাইলেরও কম দূরে। সোমবার সকালে দক্ষিণ মস্কোর ইয়াসেনেভা স্ট্রিটে গাড়ির নিচে রাখা বোমার বিস্ফোরণে এই উচ্চপদস্থ সামরিক আধিকারিকের মৃত্যু হয়েছিল। সারভারভ ছিলেন রুশ সামরিক বাহিনীর জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান। যদিও এই দুই ঘটনার মধ্যে সরাসরি কোনো সংযোগ আছে কি না, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।

রুশ তদন্তকারীদের ধারণা, জেনারেল সারভারভকে হত্যার পেছনে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গত এক বছরে এই নিয়ে মস্কোতে ইউক্রেন যুদ্ধের সঙ্গে জড়িত তিন উচ্চপদস্থ রুশ সেনাকর্তা প্রাণ হারালেন। যদিও ইউক্রেন আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ সামরিক আধিকারিক ও কর্মকর্তাদের লক্ষ্য করে এ ধরনের একাধিক গোপন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার পক্ষ থেকে এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Related Articles