আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে যাওয়ার কথা মোদির, সোমবার ফোনালাপের পর এই কথা জানালেন ট্র্যাম্প

Modi is scheduled to visit America in February, Trump said after a phone call on Monday

Truth Of Bengal : দুই বন্ধুর ফের একবার দেখা হওয়ার সম্ভাবনা। আর সেই দুই বন্ধু হল ট্রাম্প এবং মোদি। সোমবার ফোনালাপের মাধ্যমে এই দুই বন্ধুর কথোপকথন হয় বলে জানা গিয়েছে। দুই রাষ্ট্রনেতার ফোনালাপের পরেই ট্রাম্প জানিয়েছেন, খুব সম্ভবত পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেই আমেরিকায় আসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রের খবর, সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প ফ্লোরিডা থেকে ফিরছিলেন ম্যারিল্যান্ডে, আমেরিকার বায়ুসেনা ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে। তখনই তিনি জানিয়েছেন তার সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হয়েছে মোদির। সম্ভবত ফেব্রুয়ারিতেই আমেরিকার হোয়াইট হাউসে আসার কথা রয়েছে মোদির। আমেরিকার সঙ্গে ভারতের বরাবরই খুব নিবিড় সম্পর্ক। এছাড়াও তিনি জানিয়েছেন তাদের মধ্যে আরও অন্যান্য বিষয়ও আলোচনা হয়েছে। তবে মোদির বিদেশ সফরে যাবার বিষয়ে এখনও পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কিছু স্পষ্ট ভাবে জানানো হয়নি।

এদিকে প্রেসিডেন্ট পদের শপথ নেওয়ার পরেই ট্রাম্প আমেরিকা থেকে অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেই বিষয়েই তুমুল বিতর্ক চলছে আমেরিকা জুড়ে আর এই অভিবাসীদের মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে ভারতীয় জনতা। সেই বিষয়েও ট্র্যাম্পের সঙ্গে আলোচনা হয়েছে ট্রাম্পের। এমনটাই বললেন ট্র্যাম্প। তিনি জানিয়েছেন অভিবাসীদের নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে ভারত।

মোদি নিজেও ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের কথা জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে। মোদি লেখেন প্রিয় বন্ধু  ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে। দেশের শান্তির সমৃদ্ধি এবং নিরাপত্তার খাতিরে আগামী দিনেও দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মোদি।

অভিবাসীদের এবং দেশের শান্তি বজায় রাখার আলোচনার পাশাপাশি রাষ্ট্রনেতার মধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার নিয়েও বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে। সোমবার সকালে ফোনালাপের পর হোয়াইট হাউজের তরফ থেকে একটি বিবৃতীয় জারি করা হয়েছে সেই নিয়ে।

Related Articles