আন্তর্জাতিক

হাওয়াই দ্বীপের কাউয়াই এলাকার অর্ধেকটাই কিনে ফেলেছেন মার্ক জুকারবার্গ, কিন্তু কেন?

Mark Zuckerberg has bought half of the area of ​​Kauai in Hawaii

The Truth Of Bengal : মেটা ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবার মন থেকে চলেছেন গরু প্রতি পালনে। এ বিষয়ে নিজের ইন্সটাগ্রাম-এ তিনি জানিয়েছেন। খামার তৈরি করে সেখান থেকেও ব্যবসা করবেন বলেই উল্লেখ করেছেন জুকারবার্গ। সে কারণে গরুদের স্বাস্থ্যের কথা ভেবে যা যা খাবার দেওয়া যায় সেই খাবারগুলো খাওয়াবে বলে উল্লেখ করেছেন।

প্রযুক্তি চর্চার পাশাপাশি তার এই ভাবনা অভিনব বলেই মন্তব্য করেছেন সকলে। তাঁর এই পোস্ট দেখে আলোচনা যেমন চলছে সমালোচনাও চলছে। তার মেয়ে তার সঙ্গে এই কাজে সহযোগিতা করবে বলেই তিনি উল্লেখ করেছেন। তার মেয়ের সেই ছবিও তিনি পোস্ট করেছেন যা দেখে মন কেড়েছে নেটিজেনদের একাংশের।

হাওয়াই দ্বীপের কাউয়াই এলাকায় অধিকাংশ টাই কিনে ফেলেছেন আর সেখানেই তৈরি করতে চলেছেন খামার । একাধারে তথ্যপ্রযুক্তি অপরদিকে গরু প্রতিপালন এই দুটো সমান ভাবে করতে পারবেন বলেই মত নেট নাগরিকদের।

 

FREE ACCESS