আন্তর্জাতিক

বাংলাদেশে অশান্তির জেরে পেট্রাপোল দিয়ে রফতানি বন্ধ করল ভারত

India stopped exports through Petrapole due to unrest in Bangladesh

The Truth of Bengal: বাংলাদেশে অশান্তির প্রভাব থেকে বাদ পড়ল না পেট্রাপোল বন্দরও। বাংলাদেশে শনিবার সকালের পর রফতানি বন্ধ করা হয়েছে, এমনকি আমদানিও সেরকম হচ্ছে না। বাংলাদেশ থেকে ভারতে আগত যাত্রীর সংখ্যাও কমেছে। এর প্রভাব মুদ্রা বিনিময়েও পড়েছে। পেট্রাপোলে যাত্রী না আসায় যাত্রীদের যাতায়াতের জন্য যে যানবাহনের ব্যবসাও ধাক্কা খেয়েছে। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে পড়ুয়ারা।

পুলিশ-প্রশাসনের সঙ্গে পড়ুয়াদের সংঘাতে ১০৫ জনের শনিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে। বাংলাদেশে শুক্রবার রাত থেকেই কার্ফু লাগু করা হয়েছে। দেশের রাস্তায় নেমেছে সেনাবাহিনী। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সকালে সে দেশে পেট্রাপোলের মাধ্যমে ৩৫ ট্রাক পণ্য রফতানি করা হয়েছে। তারপর থেকেই বন্ধ রয়েছে রফতানি। আমদানিও সেরকম একটা হচ্ছে না। পেট্রাপোল দিয়ে ভারতে আসা যাত্রীর সংখ্যা কমেছে।

তার প্রভাব পড়েছে মুদ্রা বিনিময়ে। স্থানীয় যানবাহনের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। দিন কয়েক আগে বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন, তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, প্রাণ হাতে করে বাংলাদেশ ছাড়ছেন। মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায়, বাংলাদেশের লোকজনের সাথে যোগাযোগ না করতে পারায় রফতানি বন্ধ করতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু হবে রফতানি। তবে রফতানি বন্ধ থাকায় কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে।

Related Articles