আন্তর্জাতিক

হামাসের গোপন ডেরার খোঁজে ইজরায়েলবাহিনী

Hamas's secret terror

The Truth of Bengal: মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজার হাসপাতাল। সামান্যতম উত্তাপ জায়গায় সদ্যজাত শিশুদের জড় করে রাখা হয়েছে । নেই জল, জ্বালানি, বিদ্যুৎ। গাজা জুড়ে  হাহাকার পরিস্থিতি। হামাস ও ইজরায়েল সংঘাতে আহত গাজার আম জনতা চিকিৎসাটুকুও পাচ্ছেন না। গণকবর দেওয়া হচ্ছে গাজার আল শিফা হাসপাতালে। এই মর্মান্তিক পরিস্থির মধ্যে ইজরায়েল সেনার দাবি আল শিফা হাসপাতালের নিচে রয়েছে এক গোপন সুড়ঙ্গ।

এই সুড়ঙ্গের সঙ্গে যুক্ত কুখ্যাত হামাস জঙ্গির এক শীর্ষ নেতার বাড়ি। হাসপাতালে তল্লাশি চালিয়ে হামাস জঙ্গির বহু অস্ত্রসস্ত্র যেমন গ্রেনেড, ফ্ল্যাক জ্যাকেট ও বন্দুক উদ্ধার করেছে ইজরায়েল বাহিনী। এর পর থেকেই তল্লাশি অভিযান শুরু করেছে ইজরায়েল। তল্লাশি অভিযান চালাতে নিয়ে আসা হয়েছে বুলডোজার।

ইজরায়েলের এই অভিযানকে তীব্র কটাক্ষ করেছে মধ্য প্রাচ্যের নানান দেশগুলি। প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছে বুলডোজার দিয়ে হাসপাতাল চত্বর ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইজরায়েল। যুদ্ধ শুরু হয়েছে প্রায় ১ মাসের ও বেশি সময় ধরে। প্রায় ৪০ দিন পর যুদ্ধের আবহে গাজায় জ্বালানি প্রবেশ করেছে। যদিও ইজরায়েল বাহিনী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই জ্বালানি হাসপাতালে ব্যবহার করা যাবেনা।

Free Access

Related Articles