স্বাস্থ্যসাথী – লক্ষ্মীর ভাণ্ডার, অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় উঠে এল বাংলার প্রকল্প
Health Companion - Lakshmi Bhandar, Bengal's project came up in the Chief Minister's speech in Oxford

Truth Of Bengal :রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একাধিক উন্নয়নমূলক সামাজিক প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্য়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী-সহ একাধিক প্রকল্প। আর এবার সেই সমস্ত প্রকল্পের কথা এবার শোনা গেল অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায়। বিদেশি মাটিতে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, নারীকল্যাণে রাজ্য সরকারের প্রকল্পের জয়গান শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।
মমতা বলেন, “বাংলার সব পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। কন্যাশ্রীকে রাষ্ট্রসংঘ পুরস্কৃত করেছে। বাংলায় পড়াশোনা, স্বাস্থ্য, খাদ্য সবকিছুই বিনামূল্যে। ৯৭টি সামাজিক প্রকল্প রয়েছে। কৃষকদের জন্য বিনামূল্যে বিমার সুবিধা আছে। ”
সেই সঙ্গে মমতা আরও বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান রাজ্যের সব মহিলারা। ৫লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা রয়েছে। ১ কোটি ৭৫ লক্ষ মানুষ দারিদ্র্যরেখার উপরে উঠে এসেছে। বাংলার সব পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।” একথায় বলা যায়, বিদেশে দাঁড়িয়ে বাংলার ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।