আন্তর্জাতিক

স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে কিল-ঘুষি! ক্ষোভে ফেটে পড়লেন বাংলাদেশ আন্দোলনের আহতরা

Health advisor's car attacked! Injured Bangladesh Andolan protesters erupt in anger

Truth of Bengal: বাংলাদেশের অন্যতম রক্তক্ষয়ী আন্দোলন। ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান এবং তার জেরে গদি হারান মুজিব-কন্যা শেখ হাসিনা। সেই আন্দোলনে আহতরা ফের একবার বিক্ষোভে ফেটে পড়লেন। অভিযোগ ওঠে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগমের গাড়ি আটকে দিয়েছেন আহতরা। ক্ষুব্ধ জনতা উঠে পড়ে গাড়ির ওপরে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। এদিন সকালে বাংলাদেশের হাইকমিশনার সারা কুক এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম নিটোর পরিদর্শনে যান। তবে, চার তলায় পুরুষ ওয়ার্ড ঘুরে বেরিয়ে যান তারা। ঠিক তখনই তিন তলার ওয়ার্ডে থাকা আহতরা রাগে ফেটে পড়েন। নিচে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি আটকে দেন তারা।

কেউ বসে পড়েন গাড়ির সামনে, কেউ আবার উঠে পড়েন গাড়ির মাথায়। গাড়িতে কিল-ঘুষি মারতে থাকেন তারা। নেমে আসতে বলা হয় গাড়ির চালক সহ অন্যান্যদের। এরপর আর কোনও উপায় না দেখে অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত। আহতদের আশা ছিল, স্বাস্থ্য উপদেষ্টা তাঁদের সকলের খোঁজ-খবর নেবেন। তবে তিনি দু-একজনের সঙ্গে কথা বলে বেরিয়ে যাওয়ায় ক্ষুদ্ধ হয়ে ওঠেন হাসপাতালে থাকা আহতরা।

Related Articles