H-1B Visa: H-1B ভিসায় বড় বদল, বিপাকে পড়তে পারেন লক্ষ লক্ষ ভারতীয়
মার্কিন প্রশাসন জানিয়েছে, এই নতুন নিয়ম ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে।
Truth of Bengal: মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের স্বপ্ন দেখা ভারতীয়দের জন্য বড়সড় ধাক্কা নিয়ে এল ট্রাম্প প্রশাসন। এইচ-ওয়ান বি ভিসার দীর্ঘদিনের প্রচলিত লটারি প্রথা পাকাপাকিভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে লটারির বদলে আবেদনকারীর দক্ষতা এবং বার্ষিক বেতনের অঙ্ক দেখেই ভিসা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এই নতুন নিয়ম ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসের ক্ষমতা দখলের পর থেকেই ভিসা নীতিতে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছেন, যার সর্বশেষ সংযোজন এই আমূল পরিবর্তন।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে বিশেষত ভারতীয় আইটি কর্মীদের জন্য আমেরিকায় কাজ পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। এর আগে ভিসা পাওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাইয়ের মতো কঠোর নিয়ম চালু করা হয়েছিল। এবার প্রাথমিক বাছাইয়ের মূল ভিত্তিই বদলে দেওয়া হলো। যদিও আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্পষ্ট করেছে যে, ভিসা দেওয়ার বার্ষিক সংখ্যায় কোনো বদল আসছে না। আগের মতোই বছরে মোট ৮৫ হাজার এইচ-ওয়ান বি ভিসা ইস্যু করা হবে। তবে লটারি না থাকায় এখন থেকে যারা উচ্চ বেতনের চাকরি পাবেন এবং যাদের কারিগরি দক্ষতা বেশি, কেবল তারাই তালিকায় অগ্রাধিকার পাবেন।
মার্কিন প্রশাসনের দাবি, বর্তমান ব্যবস্থায় অনেক নিয়োগকর্তা সস্তা শ্রমের আশায় এই ভিসা ব্যবস্থার অপব্যবহার করছিলেন। আমেরিকান কর্মীদের তুলনায় কম বেতনে বিদেশি কর্মীদের নিয়োগ করার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা রুখতেই এই সিদ্ধান্ত। নতুন কাঠামো অনুযায়ী, ২০২৭ অর্থবর্ষের ১ অক্টোবর থেকে সফল আবেদনকারীরা কাজে যোগ দেওয়ার সুযোগ পাবেন। তবে যারা কম বেতনের পদের জন্য আবেদন করবেন, তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই নতুন নিয়মের ফলে মূলত বড় টেক কোম্পানিগুলো লাভবান হলেও ছোট সংস্থা বা নতুন চাকরিপ্রার্থীদের জন্য আমেরিকার দরজা অনেকটাই সংকীর্ণ হয়ে গেল। এর ফলে ভারতীয় মেধার বিদেশে যাওয়ার হারের ওপর কেমন প্রভাব পড়বে, সেটাই এখন দেখার বিষয়।






