বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই , ব্যহত বিমান পরিষেবা
Dubai hit by rain, flight services disrupted

The Truth Of Bengal : টানা বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই। যার প্রভাব পড়েছে বিমানবন্দরেও। মঙ্গলবার থেকে বিমান চলাচল হচ্ছে ক্ষতিগ্রস্ত। হয় বিমান চলাচল সূচিতে আনা হচ্ছে পরিবর্তন , আর না হলে অনেক দেরিতে চলছে বিমান। আবার অনেক আন্তর্জাতিক উড়ান বাতিলও করা হচ্ছে।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমিরেটসের উড়ান সূচিতে । টানা বৃষ্টিপাতের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দুবাইয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে আরো ২৪ ঘন্টা ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে , তার ফলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানবন্দরের ভেতরেও জল জামার ছবি সামনে এসেছে তার মধ্যে দিয়েই বিমান ওঠানামা করছে।। এতে ব্যাপক চাপের মুখে পড়তে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকেও । প্রবল সমস্যার মধ্যেও বিমানবন্দরের কর্মীরা যাত্রী পরিষেবা চালিয়ে যাচ্ছেন তাদের মতো করে । শুধু বিমানবন্দর নয় যান চলাচলেও ব্যাপক সমস্যা হচ্ছে, কারণ চারিদিকে জল জমে রয়েছে। রানওয়েতে প্রচুর জল জমার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে , যেখানে দেখা যাচ্ছে সেই জল কেটেই এগিয়ে চলেছে বিমান।
Dubai Airport right now
pic.twitter.com/FX992PQvAU— Science girl (@gunsnrosesgirl3) April 16, 2024
গতবছরের নভেম্বরে ও ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছিল দুবাইয়ে সেবার ও ব্যাপক সমস্যার সম্মুখীন হয় বিমান চলাচলে।