ওপার বাংলার ছয় জেলায় ঝড়ো হাওয়া সহ ভারি বৃষ্টির সম্ভাবনা
Chance of heavy rain with gale force in six districts of Upper Bengal

Truth Of Bengal: বাংলাদেশের বেশ কিছু এলাকা জলের তলায়। তবে থামছে না বৃষ্টিও। জানা গিয়েছে রবিবার দুপুরের মধ্যে ওপার বাংলার ছ’জেলায় ঝড়ো-হওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাসের জেড়ে নদীবন্দর এলাকাগুলোতে সতর্কতা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
ওপার বাংলার এক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের এক স্বাক্ষরিত বিবৃতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ নদীবন্দর এলাকা সমূহের জন্য রবিবার দুপুর ১টার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, খুলনা ও বরিশাল সহ নোয়াখালী, পাটুয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ পূর্ব দিক থেকে প্রতি ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসমস্ত অঞ্চলের নদীবন্দর এলাকা সমূহকে ১ নম্বর সতর্ক বার্তা দেওয়ার উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।
অপর এক আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের উপর মৌসুমি বায়ু এখন মোটামোটি সক্রিয়, তবে বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় অবস্থান করছে। এর সাথে বাংলাদেশের কিছু কিছু এলাকায় মাঝারি-ভারি বৃষ্টির সাথে ঝড়ের প্রবণতাও রয়েছে।