লন্ডন পাড়ি দিচ্ছেন বিএনপি নেত্রী, ভর্তি হবেন ‘লন্ডন ক্লিনিক’–এ
BNP leader is passing to London, will be admitted to 'London Clinic'

Truth Of Bengal : মঙ্গলবার রাতেই লন্ডন পাড়ি দিচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। সঙ্গে থাকার কথা সাতজন চিকিৎসক সহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার রাত ১০টায় স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই রওনা দেবেন বিএনপি চেয়ারপার্সন। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’–এ ভর্তি হবেন খালেদা জিয়া।
গত ৫ অগাস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ শাসনের পতনের পর থেকেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ সফর নিয়ে আলোচনা শুরু হয়। বেশ কয়েকটি প্রস্তাবিত সফরের তারিখ পিছিয়ে যায়।
খালেদা জিয়ার সঙ্গে প্রতিনিধি দল যাচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন, বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়রাপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, ডাঃ মো. এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, মো. শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমাদ, মো. জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার, মো. মাসুদুর রহমান, এসএম পারভেজ, ফাতেমা বেগম এবং রুপা শিকদার।