মার্কিন বিমানঘাঁটিতে হামলা! আহত বেশ কয়েকজন মার্কিন ও ইরাক সেনা
Attack on the US airport! Several US and Iraqi soldiers were injured

The Truth OF Bengal: ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে হামলা। এই হামলায় আহত হয়েছেন একজন ইরাকের সেনা সহ বেশ কয়েকজন মার্কিন সেনা। এই হামলায় ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। এই হামলায় একজন ইরাকের সেনা সহ বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। আর এই হামালার ঘটনায় ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। জানা যাচ্ছে, মার্কিন বিমানঘাঁটি আল আসাদে মূলত মার্কিন সেনারা সেখানে ছিলেন। ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই বিমানঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষপ করা হয়। এতে বহু মার্কিন সেনা সদস্য আহত হন।
তবে ইরাকের ইলসামিক রেজিট্যান্স নামক একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এদিকে হামলার সময় বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গিয়ে আল আসাদ বিমানঘাঁটিতে আঘাত করে। যেখানে মার্কিন সেনারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য , ইসলামিক রেজিট্যান্স ইন ইরাক নামে দলটির উথ্থান হয় গত বছরের শেষ দিকে। এই দলটি ইরাকে থাকা ইরান সমর্থিত অন্যন্য সশস্ত্র জঙ্গি দলগুলোর মতই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইন্সটিটিউট ফর নেয়ার ইস্ট পলিসি। তবে আল আসাদ বিমানঘাঁটিতে হামলার এই ঘটনা প্রথম নয় গত কয়েকমাসে বার বার হামলার মুখে পড়েছে মার্কিন এই বিমানঘাঁটিটি।
Free Access