আবারো কক্সবাজারে পাহাড় ধসে নিহত এক শিশু!
A child was killed in a landslide in Cox's Bazar again

The Truth of Bengal: বাংলাদেশের কক্সবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে একটানা ভারী বৃষ্টির কারণে কক্সবাজার এলাকার পাহাড়ি ধসে গত বৃহস্পতিবার রাতে ১৩ বছর বয়সের মিম নামের এক শিশুর মৃত্যু ঘটে। ওই সময় আরও ৩ জন ব্যক্তি গুরুতর আহত হয়। ১৩ বছরের মৃত শিশুর বাড়ি কক্সবাজারের সৈকত পাড়া এলাকায়। শুধুমাত্র পাহাড়ী ধসের কারণে এই নিয়ে গত ৪৮ ঘন্টায় ৪ জনের মৃত্যু হল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত আটটা থেকে ভারী বৃষ্টি শুরু হয়, সে সময় কক্সবাজার এলাকার সৈকত পাড়ায় পাহাড় ধসে গিয়ে স্থানীয় বাসিন্দা মো. সেলিমের বাড়ি চাপা পড়ে মাটিতে। এই সংবাদ পাওয়া মাত্র সেখানে হাজির হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয়দের সাহায্যে তিনজনকে বাড়ির তিন জন ব্যক্তিকে আহত অবস্থায় বের করে। তারপর আহত ব্যক্তিদের বাড়ির উপর থেকে পুরো মাটি সরালে তাদের মেয়ে মিমের মৃতদেহ পায়।
কক্সবাজার থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, আইন এর কাজ শেষ করে ১৩ বছরের শিশুর মৃতদেহ তার বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়েছে।