খনির ভিতরে দগ্ধ হয়ে মৃত্যু ৫ জনের, ভিয়েতনামের এই ঘটনার নেপথ্যে কী কারণ!
5 people burned to death inside the mine, what is the reason behind this incident in Vietnam

The Truth of Bengal: ভয়াবহ অগ্নিকাণ্ড। ভিয়েতনামের কয়লা খনিতে বড়সড় বিপর্যয়। খনির ভিতরে তখন শ্রমিকরা ছিলেন কাজে ব্যস্ত। সেই সময় হঠাৎ আগুন লাগে। আগুনের ধোঁয়ায় শ্রমিকদের তখন দিশেহারা অবস্থা। কাজ ফেলে খনি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। অধিকাংশ শ্রমিক বাইরে বেরোতে পারলেও আগুনের কালো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় চারজনের।
গুরুতর অসুস্থ হয়েছেন আরও অনেক শ্রমিক। অসুস্থ শ্রমিকদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে, উত্তর ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিন প্রদেশে। মিথেন গ্যাসের থেকেই আগুনের সূত্রপাত বলে কুয়াং নিন প্রদেশের প্রশাসনিক সূত্রে খবর। ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিন প্রদেশের ক্যাম ফা শহরের ২৩ বর্গমিটারজুড়ে থাকা খনিটিতে খননের সময় দুর্ঘটনা ঘটে।
এসময় খনিটিতে ভিয়েতনাম ন্যাশনাল কোল অ্যান্ড মিনারেল ইন্ডাস্ট্রিজ গ্রুপের থং নাত কয়লাখনি কোম্পানির অধীনে অধীনে থাকা শ্রমিকরা কাজ করছিলেন। কীভাবে আগুন লাগল, তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে দমকল বাহিনী। এর আগে গত বছর ভিয়েতনামের রাষ্ট্রীয় কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। বছর কাটতে না কাটতে ফের দুর্ঘটনা। এবার মৃত্যু হল পাঁচজনের