
The Truth of Bengal: খুনের ঘটনায় দেশের মধ্যে শীর্ষে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর বার্ষিক সমীক্ষায় চাঞ্চল্যকর এই তথ্য সামনে উঠে এসেছে। ২০২২ সালে দেশে মোট ২৮ হাজার ৫২২টি খুনের ঘটনা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশে সর্বাধিক ৩ হাজার ৪৯১ জন খুন হয়েছে। এরপরেই রয়েছে বিহার। বিহারে এক বছরে খুনের সংখ্যা ২ হাজার ৯৩০।
এরপর যথাক্রমে রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থান। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা। রিপোর্টে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তা হল প্রথম পাঁচটি রাজ্যে দেশে মোট খুনের 43.92% সংগঠিত হয়েছে। অর্থাৎ দেশে মোট খুনের প্রায় অর্ধেক সংগঠিত হয়েছে উত্তর প্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান ও মহারাষ্ট্রে। যে বিজেপি কথায় কথায় বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে সেই বিজেপি শাসিত রাজ্য গুলি খুনের ঘটনায় প্রথম সারিতে রয়েছে।
ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে আইনশৃঙ্খলার কঙ্কালসার চেহারা ধরা পড়েছে এনসিআরবি রিপোর্টে। এই রিপোর্টে উঠে এসেছে পশ্চিমবঙ্গে খুনের ঘটনার এফ আই আর সংখ্যা ১৬৯৬ টি। এই রিপোর্ট অনুযায়ী খুনের ঘটনা বা অপরাধ কম ঘটেছে সিকিম নাগাল্যান্ড গোয়া মিজোরামের মতো রাজ্যগুলিতে। প্রতি এক লক্ষ জনসংখ্যায় গোটা দেশে খুনের ঘটনা 2.1%।