কৃষকদের সঙ্গে আলোচনায় কেন বসছে না কেন্দ্র? প্রশ্ন সুপ্রিম কোর্টের
Why is the center not sitting in discussions with farmers? Question of the Supreme Court

Truth Of Bengal: কৃষির ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে কৃষকদের আন্দোলন চলছে। পঞ্জাব-হরিয়ানা সীমান্তে এখনও নিজেদের অবস্থানে অনড় তাঁরা। এবার কৃষক বিক্ষোভ নিয়ে ফের সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্র। বিচারপতিদের প্রশ্ন, কৃষকদের যে দাবিগুলি রয়েছে, তা নিয়ে কেন আলোচনায় বসছে না কেন্দ্র?
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভুঁইয়ার বেঞ্চে এই মামলার শুনানি চলছে। কৃষক নেতা জগজিৎ সিং দালেওয়ালের দায়ের করা মামলাতে কেন্দ্রের জবাব চায় আদালত। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে শীর্ষ আদালতে প্রশ্ন, কৃষকদের ন্যায্য দাবি বিবেচনা করার জন্য কেন প্রস্তুত নয় কেন্দ্র? কেন তারা বলছে না যে, সরকার কৃষকদের অভিযোগ শুনতে তৈরি? কেন কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে বলা হচ্ছে না কৃষকদের সঙ্গে আলোচনায় তাঁরা প্রস্তুত?
প্রশ্নের মুখে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন, সরকার প্রতিটি কৃষককে নিয়ে চিন্তিত। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করবে কেন্দ্র। অনশনরত কৃষক নেতা দালেওয়ালের অনশন ভাঙতেও কেন্দ্র আলোচনায় রাজি বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কৃষক আন্দোলনের জেরে জোর ধাক্কা খেতে হয় কেন্দ্রকে। ২০২১ সালে এই আন্দোলনের জেরেই কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র। এখনও এমএসপির সহ পাঁচটি দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এই আবহে এবার সর্বোচ্চ আদালতে কড়া প্রশ্নের মুখে কেন্দ্র। কবে আলোচনায় বসবে দু পক্ষ, সেটাই এখন দেখার।