দেশ

যোগীরাজ্যে আবারও নারী নির্যাতন! অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার

uttar pradesh minor attempts suicide after being assaulted by two men

Truth Of Bengal: রাজ্যে নারী নির্যাতনে রাশ টানতে ব্যর্থ যোগী সরকার। এবার যৌন নিগ্রহের শিকার ১৭ বছরের এক নাবালিকা। দুজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। পুলিশ সূত্রে জানা যায়, ওই ঘটনার ভিডিও তুলে তা নিয়ে নাবালিকাকে ভয় দেখাতে থাকে অভিযুক্তরা। অনলাইনে ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরেই টয়লেট পরিষ্কারের অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নির্যাতিতা।

ঘটনাটি ঘটেছে ২৩ নভেম্বর। মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল নাবালিকা। হঠাৎই তাকে ঘিরে ধরে অভিযুক্তরা। তাদের মধ্যে একজন ওই নাবালিকাকে ধর্ষণ করে, অপরজন গোটা ঘটনার ভিডিও তোলে। এই ঘটনার কথা কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকে অভিযুক্ত দুই যুবক। ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেয় নির্যাতিতা। বর্তমানে বরেলির একটি হাসপাতালে চিকিৎসাধীন সে। আপাতত তার অবস্থা স্থিতিশীল।

নাবালিকার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে, তদন্ত চলছে। অভিযুক্তদের আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সার্কেল অফিসার (সিও) দীপক চতুর্বেদী।

Related Articles