দেশ

উত্তল ত্রিপুরা ! জনজাতি যুবকের মৃত্যুতে উঠছে প্রশ্ন

Utal Tripura! The question is raised on the death of the youth of the nation

The Truth Of Bengal: দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এবার ত্রিপুরা। নেপথ্যে গোষ্ঠীহিংসা এবং পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক হানাহানির ঘটনা। শুক্রবার থেকেই একাধিক ঘটনা ঘটল ত্রিপুরাতে। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার বিকেলে ধলাই জেলায় দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত এক জনজাতি যুবকের হাসপাতালে মৃত্যু হয়।

ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় একাধিক বাড়িতে। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ এবং বিএসএফ। হামলায় জখম হয়েছেন বেশ কয়েক জন। বিরোধীদের অভিযোগ, হিংসা ঠেকাতে সক্রিয় হয়নি মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রশাসন। অপরদিকে, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম ত্রিপুরা জেলায়।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ অগাস্ট উক্ত ওই জেলার পাঁচটি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত ভোট। রাজনগর এবং বিশালগড়ে বিজেপির কর্মীরা বিরোধী বাম-কংগ্রেস জোটের প্রার্থীদের মনোনয়ন পেশ করতে বাধা দেয় বলে অভিযোগ। ওই ঘটনার জেরে দফায় দফায় সংঘর্ষ হয়।

Related Articles