ক্লাসে পর্ন দেখছিলেন শিক্ষক! ধরা পড়তেই পড়ুয়াকে বেধরক মার
UP teacher watches porn in classroom beats 8-year-old boy who caught him

Truth Of Bengal: শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, জ্ঞানের ফেরিওয়ালা। তাঁরাই পথ দেখান পড়ুয়াদের। তবে, সেই শিক্ষকই যখন ঠিক-ভুলের বিচার করতে অক্ষম, তা অত্যন্ত চিন্তার। এমন বহু উদাহরণ রয়েছে আজকের সমাজে। এবার ক্লাসে বসে পর্ন দেখতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন শিক্ষক ! হ্যাঁ, ঠিকই শুনছেন। স্কুলের ছাত্ররা শিক্ষককে পর্ন দেখতে দেখে হেসে ওঠে। রেগে ওঠেন শিক্ষক কুলদীপ যাদব। তখনি এক পড়ুয়াকে ধরে তার মাথা দেওয়ালে ঠুকে দেন। উত্তরপ্রদেশের ঝাঁসির ঘটনায় তোলপাড় পড়ে গেছে।
ইতিমধ্যেই কুলদীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আক্রান্ত পড়ুয়ার বাবা জানিয়েছেন, ‘আমার ছেলেকে ব্যাপক মারধর করেছেন ওই শিক্ষক। ওর চুলের মুঠি ধরে দেওয়ালে ধাক্কা মারে। গুরুতর আহত হয়েছে ও’। ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পড়ুয়ার বাবা।
এসপি গোপিনাথ সোনি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন,’ একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। কুলদীপ যাদবকে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা তাঁকে জেরা করে গোটা বিষয়টি খতিয়ে দেখছি।’
এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক থেকে অন্যান্য শিক্ষকরা। কীভাবে স্কুলে ক্লাসরুমে বসে পর্ন ভিডিও দেখতে পারেন একজন শিক্ষক, সেই প্রশ্ন উঠছে।