দেশ

উত্তরপ্রদেশে আত্মঘাতী দুই বোন, জামাইবাবুর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ

Two sisters who committed suicide in Uttar Pradesh, molestation charges against husband-in-law

Truth Of Bengal: ‘আর কোন দিন ফিরব না …’ সুইসাইড নোটে এমনি লিখে আত্মঘাতী দুই বোন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা জেলায়।  আত্মঘাতী দুই কিশোরীর নাম সুনিতা এবং পুনিতা।  এই ঘটনায় আত্মঘাতী দুই কিশোরীর বাবার অভিযোগ বড়ো কন্যার স্বামী তাঁর দুই কন্যাকে হেনস্থা করেছে। সুইসাইড নোটে ওই দুই কিশোরী তাদের জামায় বাবুর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর আত্মঘাতী দুই কন্যার বাবা জানিয়েছেন সোমবার সকালে দুই কন্যা মানকাপুর যাবে বলে এক সঙ্গে বাড়ি থেকে বেড়িয়ে জান। কিন্তু অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় খোঁজা খুঁজি শুরু হয়ে যায়। গ্রামবাসী জানায় ওই দুই বোনকে তারা বিসুহী নদীর দিকে যেতে দেখেছে। পরিবারের সদস্যরা নদীর ঘাটে গেলে দুই কিশোরীর জুতো দেখতে পান। কিন্তু অনেক খোঁজা খুঁজি করে দুই কিশোরী দেখা মেলেনি।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘণ্টা খানেক তল্লাশির পর নদী থেকে দুই বোনের দেহ উদ্ধার করে। তাঁরা একটি শাড়িতে নিজেদের বেঁধে রেখেছিল। পুলিশ জানিয়েছেন তাদের থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে তাতে লেখা রয়েছে আর কোনদিন ফিরবো না। ঘটনায় দুই কিশোরীর বাবা তার বড় কন্যার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

Related Articles