
The Truth of Bengal: দেশজুড়ে একদিকে যখন কৃষক আন্দোলন চলছে, অন্যদিকে বিজেপি নেত্রী কর্তব্যরত পুলিশ অফিসারকে খালিস্থানি বলার মন্তব্যে গর্জে উঠেছে শিখ সমাজ। এই আবহে জোটের ভবিষ্যতে নিয়ে আস্তে আস্তে জট কাটছে। একাধিক রাজ্যে আসন সমঝোতায় দলগুলি। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের লড়াইয়ে নামছে তৃণমূল। ইতিমধ্যে প্রার্থী বাছাই ও হয়ে গেছে বলেই সূত্রের খবর। যোগী রাজ্যে সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতার পথে হাঁটছে তৃণমূল।
উত্তর প্রদেশে একটি আসনে লোকসভায় প্রার্থী দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সূত্রের খবর, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে প্রাথমিক স্তরের আলোচনা হয়ে গিয়েছে তৃণমূলের। চন্দাউলি আসন থেকে লড়াইয়ে নামবে ঘাস ফুল শিবির। অসম মেঘালয়ের পর এবার উত্তরপ্রদেশে লড়াইয়ে নামছে ঘাসফুল শিবির। সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ বলেন, তৃণমূল কংগ্রেসকে উত্তর প্রদেশে একটি আসন ছাড়া হয়েছে। অখিলেশ যাদব সিদ্ধান্ত নিয়ে এই আসন সমঝোতা করেছেন।
সূত্রের খবর, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির নাতি রাজেশ পতি ত্রিপাঠীকে চন্দাউলি কেন্দ্র থেকে প্রার্থী করবে তৃণমূল। ২০২১ সালে রাজেশ পতি ত্রিপাঠী তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। অন্যদিকে দিল্লিতে আপ কংগ্রেস সমঝোতা, দিল্লি তে সাতটি লোকসভা আসনের মধ্যে চারটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে আম আদমি পার্টি আর অন্য তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। এছাড়াও গুজরাট ও হরিয়ানায় আপ কংগ্রেস আসন সমঝোতা।