রাস্তা পারাপার করতে গিয়ে নীলগিরির জেলা বিচারকের মর্মান্তিক পরিণতি! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
Tragic consequences of Nilgiri District Judge while crossing the road! CCTV footage in public

The Truth Of Bengal: তামিলনাড়ুতে এক ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় নীলগিরিতে কর্মরত এক বিচারকের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত ওই ব্যক্তি ছিলেন নীলগিরির জেলা আদালতের একজন বিচারক। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পোল্লাচিতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ইতিমধ্যেই এই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে খবর, পোল্লাচির চিন্নামপালিয়ামের বাসিন্দা ছুটি কাটাচ্ছিলেন পোল্লাচিতে। ঠিক সেই সময় থাঙ্গা সরস ম্যারেজ হল এর কাছে রাস্তার পাশে গাড়ি পার্ক করার পর তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এরপর হঠাৎ একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনার পরে ওই বাইক চালক নিজের বাইকটিকে তুলে আহত ব্যক্তিকে সাহায্য না করেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন ওই বিচারক। এরপর পথচারীরা তাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা, ওই বিচারককে মৃত বলে ঘোষণা করেন।
Surveillance camera visuals of Tuesday’s hit-and-run at #Pollachi, in which a judge died, shows the rider not attending to the pedestrian and leaving the spot after the accident. The police have arrested the rider Vanjimuthu of Kanjampatti. @THChennai pic.twitter.com/8NfflN5xrQ
— Wilson Thomas (@wilson__thomas) July 18, 2024
এ ভয়াবহ দুর্ঘটনার পর পুলিশ সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তখনই প্রকাশ্যে আসে এই দুর্ঘটনার সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি দেখে অপরাধীকে শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।