পরীক্ষা বন্ধ করাই ছিল উদ্দেশ্য, বোমাতঙ্কের ঘটনায় ধৃত দ্বাদশের ছাত্র
The intention was to stop the exam, says the 12th grade student arrested in the bomb scare incident

Truth Of Bengal: সম্প্রতি বোমা আতঙ্কে জেরবার হয়েছিল দিল্লির স্কুলগুলি। পরে দেখা গিয়েছে বেশির ভাগ ক্ষেত্রেই জড়িত সেই সব স্কুলের পড়ুয়ারা। সবই ছিল ভুয়ো। মাঝে কয়েক দিন বন্ধ থাকার পর গত কয়েক দিন ধরেই দিল্লির বেশ কয়েকটি স্কুলে ছড়িয়েছে বোমাতঙ্ক।
এবার একসঙ্গে ২৩টি স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ইমেল মারফত সেই হুমকিবার্তা পাঠানো হয় স্কুল কর্তৃপক্ষগুলিকে। স্কুলগুলির থেকে অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় কোথা থেকে এই হুমকি দেওয়া হচ্ছে, কে বা কারা এই হুমকি দিচ্ছে। অবশেষে অভিযুক্তর নাগাল পেল তদন্তকারী দল। আর তারপরই হতবাক হতে হয় তাদের। দেখা যায় হুমকিবার্তার প্রেরক এক দ্বাদশ শ্রেণির ছাত্র। তদন্তে উঠে এসেছে, পরীক্ষা বন্ধ করার জন্যই ভুয়ো হুমকি দিয়েছিল ওই পড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে দিল্লির একের পর এক স্কুল হুমকিবার্তা পাচ্ছিল। স্বাভাবিক ভাবেই স্কুলগুলিতে আতঙ্ক ছড়ায়। গত কয়েক মাস ধরে দিল্লি-সহ দেশের বিভিন্ন স্কুল, হোটেল এমনকি কয়েকশো বিমান বোমায় উড়িয়ে দেওয়ার হুমকিবার্তা পাঠানো হচ্ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার রাজধানীর একের পর এক স্কুলে বোমাতঙ্কের ঘটনায় হুলস্থুল পড়ে যায়। অভিযুক্তকে খুঁজতে তৎপর হয় পুলিশের বেশ কয়েকটি দল।
বৃহস্পতিবার অভিযুক্তকে খুঁজে পায় পুলিশ। অভিযুক্ত দ্বাদশ শ্রেণির ছাত্রকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ছ’বার সে হুমকিবার্তা পাঠিয়েছিল। প্রত্যেক বার দু’টি বা তিনটি করে স্কুল বেছে সেই হুমকিবার্তা পাঠাত। তার প্রতি যাতে কোনও সন্দেহ না হয় তাই প্রথমেই তালিকা থেকে নিজের স্কুলকে বাদ রাখছিল। এ ভাবে ২৩টি স্কুলে হুমকিবার্তা পাঠায় সে। শেষে নিজের স্কুলেও হুমকিবার্তা পাঠায় সে। জিজ্ঞাসাবাদের সময় ওই ছাত্র তদন্তকারীদের জানায়, স্কুলের পরীক্ষা বাতিলের জন্যই এই কৌশল নিয়েছিল সে।