
The Truth of Bengal: অসুস্থ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। শুক্রবারই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। প্রিয়ঙ্কা গান্ধী বঢরা নিজেই টুইট করে একথা জানিয়েছেন। অসুস্থতার কারণে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-য় যোগ দিতে পারছেন না তিনি। তবে হাসপাতাল থেকেই ভারত জোড়ো ন্যায় যাত্রা-র যাত্রীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। এক মাস আগে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হলেও রাহুল গান্ধীর পাশে এক বারও প্রিয়ঙ্কাকে দেখা যায়নি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল, বিহার থেকে উত্তরপ্রদেশের চন্দৌলিতে ওই যাত্রা প্রবেশের সময় রাহুলের সঙ্গে যোগ দেবেন প্রিয়ঙ্কা। কিন্তু, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
বলা হয় দিল্লির রাস্তা লখনউ হয়ে যায়। তাই লোকসভার আগে উত্তরপ্রদেশে কংগ্রেসের ন্যায় যাত্রা কতখানি সাড়া ফেলে, সেদিকে নজর রাজনৈতিক মহলের। তাছাড়া গান্ধী পরিবারের সঙ্গে যোগীরাজ্যের রায়বরেলির দীর্ঘদিনের সম্পর্ক। এবার সেই ‘গান্ধী গড়’ থেকেই লড়ার কথা প্রিয়াঙ্কার। কিন্তু সে রাজ্যে ন্যায় যাত্রার শুরুতেই প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে পড়ায় প্রচারে খানিকটা হলেও ধাক্কা খেল হাতশিবির বলেই মনে করা হচ্ছে। আর এই বিষয়টিকেই হাতিয়ার করেছে বিজেপি।
গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, ন্যায় যাত্রার শুরুতে দেখা যায়নি প্রিয়াঙ্কা গান্ধীকে। উত্তরপ্রদেশে প্রবেশের পরেও তিনি অনুপস্থিত। দলের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে ভাই-বোনের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ন্যায় যাত্রার উত্তরপ্রদেশ প্রবেশের অপেক্ষায় ছিলেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। খানিকটা সুস্থ হলেই ন্যায়যাত্রায় অংশ নেবেন। অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। উল্লেখ্যা, শুক্রবারই উত্তর প্রদেশে প্রবেশ করতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বারাণসী থেকে যাত্রা শুরু হওয়ার কথা। এরপর আগামী ১৯ ফেব্রুয়ারি সেটি পৌঁছবে আমেঠি। বাদোহি, প্রয়াগরাজ, প্রতাপগড়ের উপর দিয়ে এগোবে যাত্রা। আমেঠি লোকসভা আসনের অন্তর্গত গৌরীগঞ্জে ১৯ তারিখ একটি জনসভা করবেন রাহুল গান্ধী। ২০ তারিখ যাত্রা পৌঁছবে রায়বরেলি। তারপর সেটি যাবে লখনউতে। উত্তর প্রদেশের রাজধানী এই শহরে একরাত থাকবেন রাহুল।