দেশ

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! তামিলনাড়ুর ঘটনায় মৃত ৬

Tamil Nadu firecracker factory explosion! 6 dead

Truth Of Bengal: তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। দমকল বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। জোরদকমে চলছে উদ্ধারকাজও। ২০২৪-এও পরপর বিস্ফোরণ গটে বাজি কারখানায়। কবে হুঁশ ফিরবে প্রশাসনের, সেই প্রশ্ন উঠছে।

জানা যায়, শনিবার সকালে বিরুধ জেলার আপ্পাইয়ানাইকেনপট্টি গ্রামের সাত্তুর তালুকে এই ঘটনাটি ঘটে। বাজি তৈরির কাজ চলছিল। বিভিন্ন রাসায়নিক মেশাচ্ছিলেন শ্রমিকরা। ঠিক সেই সময় বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের অঞ্চলেও শোনা যায় সেই শব্দ।

ঘটনাস্থলে থেকে ৬ টি দেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাঁচানো সম্ভব হয়নি। আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, তামিলনাড়ুতে গত বছর দু-দুবার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমটা তামিলনাড়ুর রুদনগর জেলার শিবকাশীতে। সেই গটনায় মৃত্যু হয় ৮ জন শ্রমিকের। এরপর অক্টোবর মাসে ভিরাগালুর গ্রামের আরিয়ালুর অঞ্চলের একটি বাজি কারখানা বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় ন জনের।

Related Articles