বেঙ্গালুরুতে ভিভিআইপিদের পরিদর্শন উপলক্ষে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা
Special traffic control arrangements for visiting VVIPs in Bengaluru

The Truth of Bengal: দক্ষিণ ভারতে যাচ্ছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। প্রথমেই যাবেন বেঙ্গালুরুতে। যেখানে তিনি ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা চক্রে অংশ নেবেন। এরপর তিনি যাবেন কেরালার তিরুবন্তপুরমে। সেখানে রাজানাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। তারপর কোয়েম্বাটুরে ইশা যোগা সেন্টারে মহাশিবরাত্রির অনুষ্ঠানেও যোগ দেবেন। তাই বেঙ্গালুরু পুলিশ
বেঙ্গালুরু শহর- ইসরোয় ভিভিআইপির সফর উপলক্ষে ৮মার্চ বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। হল বিমানবন্দর থানার পুলিশ তাই যান নিয়ন্ত্রণে বাড়তি নজর দিচ্ছে।সুষ্ঠুভাবে যান চলাচলে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তার কথা ভেবে ভাইস প্রেসিডেন্টের সফর উপলক্ষে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
ভিভিআইপিদের জন্য সাধারণ যাত্রীদের বলা হয়েছে-নিম্নলিখিত রাস্তাগুলো এড়ানোর জন্য…
১.ভারথুর রোড(সুরঞ্জন দাস রোড জংশন থেকে মারাথাহাল্লি ব্রিজ)
২. আউটার রিং রোড(কারথিকনগর জংশন থেকে মারাথাহাল্লি ব্রিজ)
৩. দদনাকুন্ডি মেন রোড(ভারথার রোড থেকে দদনাকুনডি ইসরো )
৪. বাসবনগর মেন রোড
৫. ইয়ামালুর মেন রোড
৬. সুরঞ্জনদাস রোড
৭. অল্ড এয়ারপোর্ট রোড
এছাড়া আরও জানানো হয়েছে,নিম্নলিখিত রাস্তায় সমস্তরকম যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ
ভারথুর রোড(সুরঞ্জনদাস রোডের উভয় দিকের রাস্তাতেই মারাথাহাল্লি ব্রিজ পর্যন্ত এই নিষেধাজ্ঞা লাগু)
হোরাভারটুলা রোড (কার্তিকনগর জংশনের মারাথাহাল্লি ব্রিজের উভয় দিকের রাস্তাতেই যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত)
দদনাকুন্ডি মেন রোড( ভার্থার রোড থেকে দদনাকুন্ডি ইসরো পর্যন্ত রাস্তার উভয় দিকে যান চলাচল বন্ধ থাকবে)
#ಸಂಚಾರಸಲಹೆ#TrafficAdvisory @DgpKarnataka @KarnatakaCops @CPBlr @Jointcptraffic@BlrCityPolice @blrcitytraffic @acpeasttraffic @acpwfieldtrf @halairporttrfps @wftrps @KRPURATRAFFIC @mahadevapuratrf @jbnagartrfps @halasoortrfps pic.twitter.com/6rMsm78jda
— DCP Traffic East ಉಪ ಪೊಲೀಸ್ ಆಯುಕ್ತರು ಸಂಚಾರ ಪೂರ್ವ (@DCPTrEastBCP) March 7, 2024