দেশ

এখনও পর্যন্ত গরমের বলি ৫৪, উত্তর ভারতে অসহায় অবস্থা

So far the summer has been 54, making North India miserable

The Truth of Bengal: গরমের দাপট অব্যাহত দেশের বেশ কয়েকটি রাজ্যে। চলতি মরসুমে গরম এবং তাপপ্রবাহের জেরে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। গরমের দাপটে এত মৃত্যু সাম্প্রতিক কালে ঘটেনি দেশে। তীব্র গরমে হিট স্ট্রোকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বিহারে। মোট মৃত্যু হয়েছে ৩২ জনের। ওড়িশায় প্রাণ হারিয়েছেন ১০ জন, ঝাড়খণ্ড এবং রাজস্থানে পাঁচ জন করে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি বেশি। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘণ্টায়।

তীব্র দাবদাহ চলছে বিহারে। গরম প্রাণ গিয়েছে ১৬ জনের। ঔরঙ্গাবাদে মাত্র দু’ঘণ্টায় প্রাণ হারালেন এতগুলি মানুষ। ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সেখানকার তাপমাত্র। ঔরঙ্গাবাদের অবস্থা সবচেয়ে খারাপ, বিহারের অন্য জায়গার অবস্থায় একইরকম। জানা গিয়েছে, গরমে অসুস্থ হয়ে বৃহস্পতিবার ৩৫ জন রোগী ভর্তি হয়েছিলেন ঔরঙ্গাবাদের একটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মাত্র ২ ঘণ্টার মধ্যে মারা যান ১৬ জন। অল্প সময়ের মধ্যে এতগুলি মানুষের মৃত্যুতে কান্নার রোল ওঠে হাসপাতাল চত্বরে। পরিজনরা হাহাকার শুরু করেন। বাকি যারা চিকিৎসাধীন আছেন তাঁদের জন্য ওষুধ, আইস প্যাক ও কুলার রাখা হয়েছে পর্যাপ্ত। সতর্ক আছেন চিকিৎসকরা। পরিস্থিতি মোকবিলায় আগামী ৮ জুন পর্যন্ত সমস্ত সরকারি, বেসরকারি স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মৌসম ভবন জানিয়েছে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির ওপর দিয়ে ধুলোঝড় বইতে পারে। উত্তরপ্রদেশে ৩১ মে থেকে ১ জুন ধুলোঝড়ের পূর্বাভাস রয়েছে। হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ৩১ মে ধুলোঝড়ের সম্ভাবনা আছে। কবে বৃষ্টি হবে সেই সম্পর্কে কিছু জানায়নি মৌসম ভবন

Related Articles