দেশ

পাঁচ রাজ্যে ভোট বিপর্যয়, দলের কোপে একাধিক সিনিয়র লিডার

Election disaster in five states

The Truth of Bengal: পাঁচ রাজ্যের নির্বাচনে বিপর্যয়ের পর এবার সংগঠনকে নতুন করে সাজাতে উদ্যোগী হয়েছে কংগ্রেস। মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্রিশগড়ে বদল হতে চলেছে প্রদেশ কংগ্রেস সভাপতি। তুলে আনতে চাইছে নতুন মুখ। বিশেষ করে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে গুরুত্ব দিতে চাইছে কংগ্রেস হাইকমান্ড। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিধানসভা ভোটের বিপর্যয়ে অনেকটাই ব্যাকফুটে কংগ্রেস। এই বিপর্যয় কাটিয়ে উঠতে মরিয়া ‘হাত’ শিবির! ভুল শুধরে নিয়ে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে তারা। ইতিমধ্যেই কংগ্রেস হাই কমান্ডের সঙ্গে বৈঠক করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি কমলনাথ। সূত্রের খবর ওই বৈঠকে কমলনাথ প্রদেশ কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দিতে চেয়েছেন। তবে কংগ্রেস নেতৃত্ব তাকে ধীরে চলো নীতি নিতে বলেছেন।

জানা গিয়েছে কয়েক মাসের মধ্যেই রাজস্থান, ছত্রিশগড় ও মধ্যপ্রদেশে প্রদেশ সভাপতি বদল করতে চলেছে কংগ্রেস হাই কমান্ড। মধ্যপ্রদেশে কমল নাথের পরিবর্তে তরুণ মুখ অরুন সিং ও জিতু পাটোয়ারীর নাম উঠে এসেছে। রাজস্থানে দীর্ঘদিন ধরে লড়াই রয়েছে অশোক গেহলাট ও শচীন পাইলট এর মধ্যে। সূত্রের খবর এই দ্বন্দ্ব কাটাতে মড়িয়া হয়ে উঠেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। লোকসভা ভোটের কথা মাথায় রেখে নতুন সভাপতি হিসেবে তুলে আনতে চাইছে নতুন কাউকে। তরুণ প্রজন্মের কাছে বার্তা দিতে শচীন পাইলটের কাঁধে দায়িত্ব ছাড়তে চাইছে শীর্ষ নেতৃত্ব।

ছত্রিশগড়ে প্রদেশ সভাপতি হিসেবে উঠে এসেছে টিএস সিং দেওয়ের নাম। উল্লেখ্য মধ্যপ্রদেশে চূড়ান্ত বিপর্যয় হয় কংগ্রেসের। মোট 230 আসনের মধ্যে মাত্র ৬৬ আসনে থেমে যেতে হয়েছে কংগ্রেসকে। অন্যদিকে বিজেপি একাই ১৬৩ আসন দখল করে। কংগ্রেস হাইকমান্ডা সূত্রে খবর, বিধানসভা ভোটের বিপর্যয় কাটিয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে নেতৃত্ব। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নির্দেশে সংশ্লিষ্ট রাজ্যগুলির জনপ্রিয় নেতাদের সামনে সারিতে নিয়ে আসা হচ্ছে। সংগঠন থেকে বাদ পড়তে চলেছেন দলের একাধিক সিনিয়র নেতা।

Related Articles